মালয়েশিয়ায় কর্মীদের জিম্মি রাখার ঘটনায় ৩ জন রিমান্ডে
মালয়েশিয়ায় ৪৬ বাংলাদেশী ও মিয়ানমারের নাগরিককে জোরপূর্বক আটকে রাখার দায়ে আটককৃত তিন ব্যক্তিকে রিমান্ডে নেয়া হয়েছে। কুয়ালা মুদা জেলা পুলিশের সহকারী কমিশনার খলিল আরিফিন বলেছেন, গ্রেপ্তারকৃত তিন ব্যক্তির একজন মালয়েশিয়ান বাকি দু’জন বাংলাদেশী। আগামীকাল পর্যন্ত তাদেরকে রিমান্ডে রাখা হবে এবং মামলার তদন্ত চলবে। এ খবর দিয়েছে মালয়েশিয়ার দ্যা স্টার অনলাইন। মানব পাচার এবং অভিবাসী পাচার রোধ-২০০৭ আইনি ধারায় মামলটির তদন্ত করা হচ্ছে। এতে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছর কারাদ-ের বিধান রয়েছে। শুক্রবার পুলিশের একটি দল তামান সেজাতি ইন্দা এলাকার থেকে ৪৬ বাংলাদেশী ও মিয়ানমারের নাগরিককে উদ্ধার করে। প্রতিবেশীরা পুলিশকে অবহিত করার পর দোতলা একটি ভবন থেকে তাদেরকে দূর্বল এবং ক্ষুধার্ত অবস্থায় উদ্ধার করা হয়। আটককৃত তিন ব্যক্তি ওই বাড়ি পাহারা দিচ্ছিল। কেন এতজন বিদেশী নাগরিককে আটকে রাখা হয়েছে সে বিষয়ে তারা কোন সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
No comments