ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে যাচ্ছেন বাংলাদেশের ২৭ মুক্তিযোদ্ধা
বাংলাদেশের বিজয় দিবসে কলকাতার ফোর্ট উইলিয়ামেও ভারতীয় সেনাবাহিনী যে অনুষ্ঠানের আয়োজন করে সেই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের ২৭ জন মুক্তিযোদ্ধা যোগ দিচ্ছেন। গত শনিবার এই খবর জানিয়ে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের মেজর জেনারেল এইচ এস বেদী বলেন, বাংলাদেশের প্রতিনিধিরা ফোর্ট উইলিয়ামের সামনের বিজয় স্মারকে মঙ্গলবার সকালে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানাবার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানেও অংশ নেবেন। জানা গেছে, বাংলাদেশের সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলীর নেতৃত্বে ২৭ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ৬ জন অফিসারও বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন। ভারতীয় সেনাবাহিনী সুত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের সময় ভারতের যে সব কমান্ডাররা যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদেরও আমন্ত্রন জানানো হয়েছে। শনিবার থেকেই বিজয় দিবস উদযাপনের সূচনা হয়েছে। এদিন বিকেলে প্রিন্সেপ ঘাট স্ট্রীটে জনসাধারণের জন্য আর্মি ব্যান্ড অনুষ্ঠান পরিবেশন করে। এবছর বিজয় দিবস উপলক্ষে ময়দানে রাখা মুক্তিযুদ্ধের সময়কার একটি ট্যাঙ্ককে নতুন জায়গায় নতুনভাবে রাখা হয়েছে।
No comments