দিল্লি যাচ্ছেন বাংলাদেশের ১০০ তরুণ
ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের ১০০ তরুণ প্রতিনিধি। সোমবার সকালে দু’টি পৃথক ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সফরের আয়োজন করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। ৮ দিনব্যাপী এ সফরে প্রতিনিধিরা দিল্লি ছাড়াও মুম্বই, কলকাতা, আগ্রা, গুরগাঁওসহ ভারতের উল্লেখযোগ্য শহরগুলোতে ভ্রমণের সুযোগ পাবেন। প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে দেখা করারও সুযোগ পাবেন তারা। এ ছাড়া ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও মহারাষ্ট্রের গভর্নরের সঙ্গে তারা দেখা করবেন। এ সফর উপলক্ষে গতকাল রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে এক পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী, জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও লাক্স তারকা মেহজাবিন। অনুষ্ঠানে প্রতিনিধি দলের কাছে সফরের সার্বিক বিষয় তুলে ধরেন ভারতীয় হাইকমিশনের কনসুলার (পলিটিক্যাল ও ইনফরমেশন) সুজিত ঘোষ। প্রধান অতিথির বক্তব্যে পঙ্কজ শরণ বলেন, ভারতের জনসংখ্যার ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের কম। এ কারণে ভারত তরুণদের রাষ্ট্র। বাংলাদেশের এ তরুণ প্রতিনিধি দলের মাধ্যমে দু’দেশের মানুষ পরস্পরকে বোঝার সুযোগ পাবেন। ভারতের মানুষ আজ ও আগামীর বাংলাদেশকে জানতে পারবেন। অন্যদিকে বাংলাদেশের তরুণরা তাদের মেধাকে কাজে লাগিয়ে নতুন কিছু শিখবেন। ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে দু’দেশের সংস্কৃতির বিনিময় ঘটবে। ১০০ সদস্যের প্রতিনিধি দলে শিক্ষার্থীর মধ্যে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৬, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৯, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১০ ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ৫ জন। এ ছাড়া দলে রয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক ও এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা। মুম্বইয়ের গেটওয়ে অব ইন্ডিয়া, মুম্বই বিশ্ববিদ্যালয়, দিল্লির কুতুব মিনার, রাষ্ট্রীয় ভবন, ইন্ডিয়া গেট, আগ্রার তাজমহল, আগ্রা ফোর্ট, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালসহ দর্শনীয় স্থান ঘোরার সুযোগ পাবেন প্রতিনিধি দল। উল্লেখ্য, ২০১২ সাল থেকে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারতীয় হাইকমিশন এ সফরের আয়োজন করছে।
No comments