ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে রায় ১ ডিসেম্বর
সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলার রায়ের দিন আগামী ১ ডিসেম্বর পুননির্ধারণ করা হয়েছে।
ডেভিড বার্গম্যানের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খানের আবেদনের
পরিপ্রেক্ষিতে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের রায় ও আদেশ সম্পর্কে ভুল তথ্য দিয়ে ব্যক্তিগত ব্লগে লেখা
প্রকাশ করায় সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ ডেভিড বার্গম্যানের
বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে
ট্রাইব্যুনাল প্রথমে তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেন। নোটিশের জবাবে
ট্রাইব্যুনাল সন্তুষ্ট না হওয়ায় আদালত অবমানানার বিচারিক কার্যক্রম শুরু
হয়। গত ৪ সেপ্টেম্বর শুনানি শেষ করে ১৩ অক্টোবর রায়ের দিন ধার্য করেন
ট্রাইব্যুনাল। কিন্তু বার্গম্যানের আইনজীবি সময় আবেদন করায় আদালত তা মঞ্জুর
করেন।
No comments