একই গ্রামে ১২ লাশ
নাটোরের মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে গতকাল দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৩৪ জন। এরমধ্যে ১২ জনই হলেন- নাটোরের গুরুদাসপুরের সিধুলী গ্রামের। ওই গ্রামের একই পরিবারের নিহত হয়েছেন ৬ জন। এখনও ওই গ্রামের তিনজন নিখোঁজ রয়েছেন। নিহতদের আজ সকালে দাফন সম্পন্ন হয়েছে। এ্ ঘটনায় সিধুলি গ্রামে শোকের ছাড়ায় নেমে এসেছে। জানা গেছে, গতকাল ভোরে সিধুলি গ্রামের প্রায় ২৫ জন নাটোরে যান মামলার হাজিরা দিতে। বাড়িও ফিরছিলেন একসঙ্গে। কিন্তু নিয়তি নির্মম পরিহাস। তাদের অনেকেই ফিরলেন লাশ হয়েছে। সোমবার বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে (রাজ্জাকের ও রাজাকার মোড়ের মাঝামাঝি) ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জগামী কেয়া পরিবহন এবং রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী অথৈ পরিবহনের বাস দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩৪ জন নিহত হন। এরমধ্যে সিধুলি গ্রামেই হলেন ১২ জন। আবার একই পরিবারের নিহত হয়েছেন ছয় জন। একই পরিবারের নিহতরা হলেন আতাহার আলী, রবেল, রায়হান, সোহরাব, ছহির, কহির। ওই গ্রামের অন্য নিহতরা হলেন আয়নাল, এবাদ আলী, লাবু, শরিফ, কিনু, আলাল। এখনও নিখোঁজ রয়েছেন আজাদ, কালাম, বাহাদুর।
No comments