এক দিনের পুলিশ কমিশনার শিশু সাদিক
ব্লাড ক্যানসারে আক্রান্ত ১০ বছর বয়সী
বালক সাদিক। সে চেয়েছিল পুলিশ কমিশনার হতে। তার সে ইচ্ছে পূরণ হয়েছে গতকাল।
এদিন তাকে বানানো হয়েছিল একদিনের জন্য পুলিশ কমিশনার। পরনে খাকি ইউনিফর্ম
আর মাথায় টুপি পরা হায়দরাবাদের এই একদিনের পুলিশ প্রধানকে যখন সেখানকার
পুলিশ কর্মকর্তারা স্যালুট ঠুকলো, তখন তার মুখে ছিল এক দীপ্তিময় হাসি। এক
বাহুর মাঝে লাঠি নিয়ে ক্যামেরার দিকে ফিরে টুক করে একবার স্যালুট দিতেও
ভুলল না সে। করিমনগরের সাদিকের অনেক আত্মীয়স্বজন আছেন পুলিশ বাহিনীতে। তাই
‘মেইক অ্যা উইশ ফাউন্ডেশন’কে যখন নিজের ইচ্ছার কথা জানাতে গিয়ে সে পুলিশ
কমিশনার হওয়ার কথা জানালো, তখন খুব অবাক হতে হয়নি। ‘মেইক অ্যা উইশ
ফাউন্ডেশন’ মরণঘাতী রোগে আক্রান্ত শিশুদের জন্য কাজ করা একটি স্বেচ্ছাসেবী
সংগঠন। হায়দরাবাদের এই একদিনের পুলিশ কমিশনার নিজের জনাকীর্ণ অফিসে বসে
বললো, আমি শান্তি বজায় রাখতে ও অপরাধীদের ধরতে চাই। হায়দরাবাদ পুলিশ প্রধান
মাহেন্দার রেড্ডি একদিনের জন্য শিশু সাদিককে ছেড়ে দিয়েছেন তার পদ। তিনি
বললেন, এ ছোট্ট সাদিকের ইচ্ছা পূরণ করতে পেরে তিনি অনেক খুশি। গত আগস্ট
মাসে তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও একটি হাসপাতালে
এক ছোট্ট শিশুকে দেখতে গিয়েছিলেন। শিশুটি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার
ইচ্ছা প্রকাশ করেছিল। ‘মেইক অ্যা উইশ ফাউন্ডেশন’ কর্তৃপক্ষ ভারতের দক্ষিণী
জনপ্রিয় চিত্রতারকা পাওয়ান কল্যাণের কাছে আহ্বান জানিয়েছে, তেলেঙ্গানার
খাম্মাম জেলার এক মেয়ের স্বপ্ন পূরণ করতে, যে কিনা ব্রেইন টিউমারে ভুগছে।
No comments