গুজব থামল, দেখা দিলেন উন
অভ্যুত্থান, গৃহবন্দি নাকি অসুস্থ- এমন হাজারও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনসম্মুুখে এলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ মঙ্গলবার এ কথা জানিয়ে বলেছে, কিম জং উন বিজ্ঞানীদের জন্য নবনির্মিত আবাসিক এলাকা পরিদর্শন করেন এবং কিছু দিকনির্দেশনাও দেন। রোডং সিনমুন পত্রিকা কিমের কয়েকটি ছবি প্রকাশ করে। সেখানে তাকে হাতে লাঠি নিয়ে পরিদর্শন এলাকায় হাঁটাহাঁটি করতে দেখা গেছে।
এদিকে, ডেইলি মেইল পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ অনুপস্থিতির কারণ হল, গত ছয় সপ্তাহ দেশেই ছিলেন না কিম জং উন। অতিরিক্ত মোটা হয়ে যাওয়া ঠেকাতে উন্নত চিকিৎসার জন্য এ সময় বেইজিংয়ে ছিলেন তিনি। গত বেশ কিছুদিন ধরে তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় তার স্বাস্থ্য নিয়ে জল্পনা চলছিল। রোববার লন্ডনে উত্তর কোরীয় রাষ্ট্রদূত বলেছেন, কিম সুস্থ আছেন। এছাড়া সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে বেশ উৎফুল্ল ও সুস্থ দেখা গেছে। কেসিএনএ আরও জানায়, কিম জং উন নবনির্মিত নেচারাল এনার্জি ইন্সটিটিউট অব দ্য স্টেট একাডেমি অব সায়েন্সেস পরিদর্শন করেন। কোরিয়ার ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত ১০ অক্টোবর এবং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা দিবস ছিল ৯ সেপ্টেম্বর।
No comments