ভারতে দলিত কিশোরকে পুড়িয়ে হত্যা করেছে উচ্চবর্ণের হিন্দুরা
ভারতে এক দলিত কিশোরকে জীবন্ত পুড়িয়ে
হত্যা করেছে উচ্চ বর্ণের চার ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে বিহারের
কর্কট থানার মোহনপুর গ্রামে। ওই কিশোরের অপরাধ, তার একটি ছাগল উচ্চ বর্ণের
এক ব্যক্তির কৃষি জমিতে ঢুকে পড়েছিল। জানা গেছে, স্থানীয় প্রভাবশালী কুমকুম
সিং তার তিন সহযোগীকে নিয়ে দলিত সম্প্রদায়ের জনৈক জিতু রামের বাড়িতে জোর
করে ঢুকে পড়ে। এরপর তার ১৫ বছর বয়সী ছেলে সাই রামের গায়ে কেরোসিন ঢেলে আগুন
ধরিয়ে দেয়।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMDu_-pA6iZC1qwQHZqeoZSv0x9AZ0EuKltgX-XkhcYZ0IoUQWsCL3afsK4w-0BahkdZsCzwyHXNUT4RO3oRhgX6t-RfkFMc3o_iOg6iOy8LAfCBoEsi-gEkOubiudQbHu852yDeyMTgx7/s1600/burned+boy.jpg)
এর আগে ওই কিশোরকে ব্যাপক মারধর করে তারা। কিন্তু সে কোনোভাবে পালিয়ে আত্মরক্ষা করলেও তাকে অনুসরণ করে বাড়িতে চলে আসে ওই দুর্বৃত্তরা। বিক্রমগঞ্জের এসডিপিও অশোক কুমার দাস জানান, ছেলেটির শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে। তাকে হাসপাতালে আনা হলেও একটু পর সে মারা যায়। তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়া
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMDu_-pA6iZC1qwQHZqeoZSv0x9AZ0EuKltgX-XkhcYZ0IoUQWsCL3afsK4w-0BahkdZsCzwyHXNUT4RO3oRhgX6t-RfkFMc3o_iOg6iOy8LAfCBoEsi-gEkOubiudQbHu852yDeyMTgx7/s1600/burned+boy.jpg)
এর আগে ওই কিশোরকে ব্যাপক মারধর করে তারা। কিন্তু সে কোনোভাবে পালিয়ে আত্মরক্ষা করলেও তাকে অনুসরণ করে বাড়িতে চলে আসে ওই দুর্বৃত্তরা। বিক্রমগঞ্জের এসডিপিও অশোক কুমার দাস জানান, ছেলেটির শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে। তাকে হাসপাতালে আনা হলেও একটু পর সে মারা যায়। তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়া
No comments