‘আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবো’ -সজীব ওয়াজেদ জয়
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিগত সাড়ে ৫ বছর আওয়ামী লীগ সফলভাবে দেশ চালিয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ৫ বছরও আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে। গতকাল দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী-তনয় জয় এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আমাদের পরবর্তী টার্গেট সরকারের পাশাপাশি দলকে শক্তিশালী করা। এ জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে চাই। তরুণ এ তথ্য প্রযুক্তিবিদ আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তথ্যপ্রযুক্তির ব্যবহার পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আওয়ামী লীগের সকল সদস্যের জন্য ডাটাবেজ তৈরি করবো। যেখানে সদস্যদের নাম-ঠিকানা থাকবে। সদস্যদের নাম-পরিচয় বিচ্ছিন্ন ভাবে না রেখে তথ্যপ্রযুক্তির মাধ্যমে এক সঙ্গে রাখা হবে। যাতে প্রয়োজনে সবার সঙ্গে যোগাযোগ করা যায়। মঙ্গলবার গণভবনে তরুণ সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জয় বলেন, আমি তরুণ সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছি। তারা সকলেই আমার বয়সী। শুধু দলের প্রচারণা নয়, তারা কিভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করতে পারে, সে বিষয়েও তাদের কাছে সহযোগিতা চেয়েছি। ৩০০ সংসদ সদস্যের মধ্যে ১৫০ জনের ফেসবুক অ্যাকাউন্ট আছে, অন্যদের নেই কেন- গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা প্রগতিশীল তাদের সকলের অ্যাকাউন্ট আছে। এছাড়া, নির্বাচন হলো মাত্র ৫ মাস। খুব শিগগিরই সকলের ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যাবে। এ ক্ষেত্রে আমরা সকলকে সহযোগিতা করবো। দলকে শক্তিশালী করতে পর্যায়ক্রমে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান জয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বীর বাহাদুর, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, মিসবাহ উদ্দিন সিরাজ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।
No comments