আওয়াজ সর্বস্ব অমৃতা by মাহমুদ মানজুর
আওয়াজ সর্বস্ব নায়িকা হিসেবে এরই মধ্যে
ভাল নাম-ডাক হাঁকিয়েছেন অমৃতা খান। গেল দু’বছরে তিনি পত্রিকা-টেলিভিশন আর
ফেসবুকেই ঘুরপাক খাচ্ছেন কথিত চিত্রনায়িকা হিসেবে। সঙ্গে জুটিয়েছেন
সহনায়কের সঙ্গে প্রেমে হাবুডুবু খাওয়ার নানামাত্রিক গুঞ্জনও! অথচ
চিত্রনায়িকা হিসেবে তার মূল কাজটি ক্রমেই মলিন হচ্ছে। দু’দিন বাদেই নতুন
নতুন ছবির সাইনিং এবং শুটিংয়ের ঘোষণা আসছে। অথচ একটি ছবিও মুক্তির খবর
মিলছে না। প্রায় দুই বছর হতে চললো অমৃতার অভিষেক চলচ্চিত্র ‘গেম’-এর। রয়েল
অনিকেরে পরিচালনায় এ ছবিতে অমৃতার নায়ক নিরব। লম্বা সময় নিলেও মাস ছয়েক আগে
এ ছবির শুটিং-ডাবিং চূড়ান্ত হয়। অথচ অজানা এক কারণে এটি মুক্তির কোন আলামত
এখনও স্পষ্ট নয়। কারণ হিসেবে জানা যায়, প্রযোজক এবং পরিচালককেন্দ্রিক
আন্তঃজটিলতার কারণেই ‘গেম’-এর রফাদফা শেষ হচ্ছে। অনেকেই বলছেন, ‘গেম’
মুক্তি পেতে পেতে অমৃতা’র বিদায় ঘণ্টা বেজে যাবে চিত্রাঙ্গন থেকে। কারণ
চলচ্চিত্রে পা দিতে না দিতে, ছবি মুক্তি পেতে না পেতেই অমৃতা যেভাবে
শো-ডাউন করে চলেছেন ফেসবুক এবং সংবাদমাধ্যমে- তাতে ছবি মুক্তির পর অনেক বড়
ধাক্কা খাবেন দর্শকদের কাছ থেকে। ছিটকে পড়বেন চিত্রাঙ্গন থেকে। চিত্র
সমালোচকদের ভাষায়, অমৃতা হলো খালি কলসি। তাই সব সময় বাজে বেশি। সে যাই হোক
প্রথম ছবি ‘গেম’-এর শুটিং-ডাবিং শেষ হয়ে মুক্তির অপেক্ষায় থমকে থাকলেও এরই
মধ্যে আরও বেশ কয়েকটি চলচ্চিত্রের মহরত করেছেন অমৃতা। এর মধ্যে শূন্য দশকের
মেগাহিট ছবি ‘অন্তরে অন্তরে’র রিমেক ভার্সনের নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন
তিনি। তরুণ নির্মাতা আতিক রহমান এ ছবিটি পুনঃনির্মাণের উদ্যোগ নিয়েছেন। আর
অমৃতার বিপরীতে যথারীতি নায়ক হিসেবে নিয়েছেন নিরবকে। না নিয়েই বা উপায় কি?
কারণ অমৃতাকে একরকম হাত ধরেই চলচ্চিত্রে নামিয়েছেন নিরব। সে যাই হোক, এরই
মধ্যে ‘অন্তরে অন্তরে’র শুটিং শুরু হয়েছে প্রায় এক বছর হলো। তবে শুটিং এ
পর্যন্ত শেষ হয়েছে মাত্র ২০ ভাগ। জানিয়েছেন পরিচালক। অমৃতা সংশ্লিষ্টদের
অভিমত এমন, ‘গেম’ শুটিং শেষ করে আটকে আছে। আর ‘অন্তরে অন্তরে’ শুটিংয়ের
শুরুতেই আটকে পড়ে আছে। এই আটকে থাকা জাল থেকে অমৃতা না বেরুলে অনেক বড়
জরিমানা দিতে হবে নবাগতা নায়িকা হিসেবে। তবে স্বস্তির বিষয়, এর বাইরে অমৃতা
এরই মধ্যে আরেকটি ছবির শুটিং প্রায় শেষ করেছেন। ছবিটি হচ্ছে ওয়াজেদ আলী
সুমনের ‘আমার মন জুড়ে তুই’। না, এ ছবিতে অমৃতার বিপরীতে আর নিরব থাকছেন না।
নিরবের বদলে অমৃতা পেলেন শাহরিয়াজ নামের এক নবাগত নায়ককে। জানা গেছে, এ
ছবিটি রোজার ঈদের পরে কোরবানির ঈদের আগেই মুক্তি পাচ্ছে। এটুকু নিশ্চিত।
তার মানে নিরবের বাইরে এসে অমৃতার চোখে এখন মুক্তির আলো। অমৃতার ভাষায়,
সত্যি বলতে এর মধ্যে আমার অন্তত মুক্তি পাওয়া একটি ছবি দরকার ছিল। কারণ
অনেক তো হলো। বড় পর্দায় নিজেকে দেখার অভিজ্ঞতা ছাড়াই এখনও অন্ধকার হাতড়ে
কাজ করছি। ছবি মুক্তির বিষয় কিংবা শুটিং ঢিলেমি নিয়ে আমি নিজেও খানিক
ক্লান্ত। তবে এতে আমার কোন হাত নেই! এদিকে অতিসম্প্রতি আওয়াজ সর্বস্ব
নবাগতা অমৃতা ভালই চমক দেখালেন নিরব-শাহরিয়াজদের পেছনে ফেলে শাকিব খানের
সঙ্গে ছবি স্বাক্ষর করে। নতুন নির্মাতা শামিম আহমেদ রনির ‘মেন্টাল’ ছবিতে
জুটি হয়ে আসছেন শাকিব-অমৃতা। অবশ্য এ ছবির শুটিং শুরুর আগেই সমালোচকরা
মুচকি হাসছেন। বলছেন, নাম্বার ওয়ান শাকিব খানের সঙ্গে কাজ করতে গিয়ে নবাগতা
অমৃতা আর নতুন নির্মাতা রনি ভালই নাস্তানাবুদ হবেন। এমনও হতে পারে, নানা
মারপ্যাঁচে এ ছবির শুটিং শুরুর আগেই প্যাকআপ হয়ে যেতে পারে। সেই সঙ্গে
অমৃতার অতি-উড়ন্ত ক্যারিয়ারও।
No comments