মোদিকে সমর্থন দেব না : মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল
কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর দল কখনোই ভারতীয়
জনতা পার্টি-বিজেপির নেতা নরেন্দ্র মোদিকে সমর্থন দেবে না। গত শুক্রবার
বীরভূম জেলার রামপুরহাটে পঞ্চায়েত নির্বাচনী সমাবেশে মমতা এ কথা বলেন।
মমতা
বলেন, 'আমরা নরেন্দ্র মোদিকে সমর্থন করি না। ভবিষ্যতেও করব না।' কংগ্রেসের
নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা_ইউপিএ সরকারের কড়া সমালোচনা করে
মমতা বলেন, ইউপিএ ১০ বছর ধরে ক্ষমতায় আছে। এ সময়ে তারা নরেন্দ্র মোদির
বিষয়ে কিছুই বলেনি। এখন নির্বাচন যত ঘনিয়ে আসছে, তারা মোদিকে তত আক্রমণ
করছে। কংগ্রেস ও বিজেপি সমঝোতার খেলায় ব্যস্ত। গত বৃহস্পতিবার বিজেপি ও
কংগ্রেসকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে অভিহিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের বিরোধী দল সিপিআই (এম)ও সমঝোতার রাজনীতি করে
বলে দাবি করেন তিনি। সূত্র : পিটিআই।
No comments