মিসরে ফের সংঘর্ষ, নিহত ৩-কায়রো সফরে জর্দানের বাদশাহ
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ
মুরসির সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে গত শুক্রবার অন্তত তিনজন নিহত হয়েছে।
এরই মধ্যে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গতকাল শনিবার মিসরের রাজধানী
কায়রো পৌঁছেছেন।
গত ৩ জুলাই মুরসির পতনের পর কোনো বিদেশি রাষ্ট্র প্রধানের এটিই প্রথম কায়রো সফর।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সায়েদ জগলুলের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার নীল নদের তীরবর্তী মনসুরাত শহরে মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই নারী ও ১৩ বছরের এক শিশু মারা যায়। আহত হয় আরো আটজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মুরসির পতনের পর থেকে সহিংসতায় এ নিয়ে মিসরে ৯৯ জনের মৃত্যু হলো।
মিসরের সরকারি বার্তা সংস্থা এমইএনএ জানায়, জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গতকাল কায়রো বিমানবন্দরে পৌঁছান। সেখানে তিনি মিসরের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাওয়ির সঙ্গে সাক্ষাৎ করেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনার বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হবে। সূত্র : এএফপি।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সায়েদ জগলুলের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার নীল নদের তীরবর্তী মনসুরাত শহরে মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই নারী ও ১৩ বছরের এক শিশু মারা যায়। আহত হয় আরো আটজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মুরসির পতনের পর থেকে সহিংসতায় এ নিয়ে মিসরে ৯৯ জনের মৃত্যু হলো।
মিসরের সরকারি বার্তা সংস্থা এমইএনএ জানায়, জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গতকাল কায়রো বিমানবন্দরে পৌঁছান। সেখানে তিনি মিসরের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাওয়ির সঙ্গে সাক্ষাৎ করেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনার বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হবে। সূত্র : এএফপি।
No comments