মিয়ানমারের চার শহরের জরুরি অবস্থা প্রত্যাহার

মিয়ানমারের চারটি শহর থেকে গতকাল শনিবার জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। বৌদ্ধ-মুসলমান দাঙ্গার কারণে গত মার্চে উত্তর মান্দালয় অঞ্চলের ওই চার শহর_মেইকতিলা, ওয়ান্দবিন, মাহ্লায়িং ও থাজিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জরুরি অবস্থা তুলে নেওয়া হলো।
গতকাল 'নিউ লাইট অব মিয়ানমার' পত্রিকায় প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, মেইকতিলা ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে ওই চার শহর থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২০ মার্চ মেইকতিলা শহরে মুসলমান এক স্বর্ণব্যবসায়ী ও বৌদ্ধ দম্পতির মধ্যে কথাকাটাকাটির জেরে দাঙ্গার সূত্রপাত হয়। আশপাশের কয়েকটি শহরেও ছড়িয়ে পড়ে তা। সরকারের হিসাবে, দাঙ্গায় ৪৪ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয় ৮৬ জন। ভিটেছাড়া হয় ১০ হাজারের বেশি মানুষ। এক হাজার ৩৫৫টি বাড়ি, দোকান ও ভবন পুড়িয়ে দেওয়া হয়। সহিংসতায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এখন পর্যন্ত ৬৮ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৩০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সূত্র : এএফপি।


No comments

Powered by Blogger.