গোলাম আযমের পক্ষে সাফাই সাক্ষীর আবেদন
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের পক্ষের আইনজীবীরা আবারও বিদেশি সাফাই সাক্ষী আনার আবেদন জানিয়েছেন। গত বছরের ১৮ই অক্টোবর
শুনানি
শেষে এরকম আরেকটি আবেদন খারিজ করে দেয়ার পর আজ আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল-১ এ দ্বিতীয়বারের মতো আবেদনটি করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে
অভিযুক্তি গোলাম আযমের পক্ষে ২য় ও ৩য় সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন
ধার্য ছিল আজ। তার প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও অপর
আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাফাই সাক্ষী হাজির না করে বিদেশি দুই
সাফাই সাক্ষী আনার আবেদনটি জমা দেন। দুপুর দুইটায় আবেদনটির ওপরে শুনানির
সময় ধার্য করেছেন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে ৩
সদস্যের ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনাল বসলেও কোনো সাফাই সাক্ষী হাজির
ছিলেন না। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট তাজুল ইসলাম
ট্রাইব্যুনালকে জানান, অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে গোলাম আযমের মামলার মুল
আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম আসতে পারেননি। ট্রাইব্যুনাল এ সময়
তাদেরকেই মামলা পরিচালনা করতে বললে ওই দুই আইনজীবী দাবি করেন, এ মামলা মূলত
পরিচালনা করছেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম। তাদের কাছে মামলার ডকুমেন্টস
নেই। তারা এ মামলার বিষয়ে যথেষ্ট জ্ঞাতও নন। এরপর দুই বিদেশি সাফাই সাক্ষী
আনার আবেদনটি জানান গোলাম আযমের আইনজীবীরা। ওই দু’জন বিদেশি সাফাই সাক্ষী
হচ্ছেন ন্যাটোর সাবেক কর্মকর্তা জেনারেল জ্যাক ডেভারেল এবং মিডলসেট
ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক ও মানবাধিকার বিভাগের অধ্যাপক উইলিয়াম
সাবাজ। তারা দু’জনই যুক্তরাজ্যের নাগরিক। তাদের মধ্যে ডেভারেল গোলাম আযম যে
যুদ্ধাপরাধের ‘সুপিরিয়র কমান্ডার’ ছিলেন সেই অভিযোগের বিষয়ে এবং সাবাজ
আইনগত দিক নিয়ে সাক্ষ্য দেবেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
No comments