যুক্তরাজ্যের সবচেয়ে ক্ষমতাধর নারী
যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ দেশটির সবচেয়ে ক্ষমতাধর নারী। বিবিসির
এক জরিপ ফলাফলেরভিত্তিতে তৈরি তালিকায় দেশের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে
এক নম্বর স্থান দখল করেছেন রানী। বিবিসি।
বিবিসির
রেডিও ফোরস উইমেনস আওয়ারের একদল বিচারক যুক্তরাজ্যের প্রভাবশালী ১০০ জন
নারীর তালিকা তৈরি করেন। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে
স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে ও সেনটেন্ডার ব্যাংকের প্রধান অ্যানা বোটিন।
বিশ্বখ্যাত শিশুসাহিত্যিক জে কে রাউলিং এই তালিকার সপ্তম অবস্থানে রয়েছেন।
তবে এই তালিকায় ঠাঁই হয়নি রানী দ্বিতীয় এলিজাবেথের নাতবউ ও ডাচেস অফ
ক্যামব্রিজ কেট মিডলটনের। এ ব্যাপারে বিচারকদের একজন সাংবাদিক ইভ পোলার্ড
বলেন, এ ক্ষেত্রে বিচার্য বিষয় ছিল নীতি, প্রভাব, পরিচালনা ও কর্মীদের ওপর
নারীর নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তার প্রতিনিধিত্ব করার বিষয়েও দৃষ্টি দেয়া
হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বক্তৃতা-লেখক ক্লারে ফোগেস ও গায়িকা অ্যাডেলে এই তালিকার প্রথম ২০ জনের মধ্যে রয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বক্তৃতা-লেখক ক্লারে ফোগেস ও গায়িকা অ্যাডেলে এই তালিকার প্রথম ২০ জনের মধ্যে রয়েছেন।
No comments