আবহাওয়া

আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।
পাবনা, কুষ্টিয়া ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩১ দশমিক ৯ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্তত্ম ৫টা ৫২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৩৪ মিনিটে।
বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা ছিল ঢাকা সর্বোচ্চ ২৮ দশমিক ৫, সর্বনিম্ন ১৬ দশমিক ৮, চট্টগ্রাম সর্বোচ্চ ২৮ দশমিক ৮, সর্বনিম্ন ১৩ দশমিক ৯, রাজশাহী সর্বোচ্চ ২৭ দশমিক ৮, সর্বনিম্ন ১০ দশমিক ১, রংপুর সর্বোচ্চ ২৭ দশমিক ৮, সর্বনিম্ন ১৩ দশমিক ২, খুলনা সর্বোচ্চ ২৮ দশমিক ৫,সর্বনিম্ন ১৩ দশমিক ৪, বরিশাল সর্বোচ্চ ২৮ দশমিক ৫, সর্বনিম্ন ১২ দশমিক ৩ এবং সিলেট সর্বোচ্চ ৩১ দশমিক ৯, সর্বনিম্ন ১৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

No comments

Powered by Blogger.