চকরিয়া সড়ক দুর্ঘটনাঃ গাজীপুরে লাশ পেঁৗছালে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্যেরঃ দাফন সম্পন্ন
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের মৃতদেহ গতকাল সকাল ৯টায় গাজীপুরে পেঁৗছলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
নিহতদের
প্রায় সবাই নোয়াগাঁও ও হাড়িনাল এলাকার বাসিন্দা। লাশ আসার খবরে এলাকার
প্রতিটি ঘরেই শুরু হয় বুকফাটা কান্না আর আহাজারি। কান্নার রোল পড়ে যায়
দু'টি গ্রামজুড়ে। লাশ আসার খবর শুনে ছুটে আসেন আত্মীয়-স্বজন ও পাড়া
প্রতিবেশীরা। এ সময় কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি। বিকাল ৩টায় হাড়িনাল
উচ্চবিদ্যালয় মাঠে নিহতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশগুলো দাফন
করা হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন স্থানীয় হাড়িনাল দারুল উলুম
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শারফুদ্দিন। এদিকে সকাল ৯টায় নিহতদের লাশবাহী
ট্রাক গাজীপুর এসে পেঁৗছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহগুলো গ্রহণ
করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবদুল্লাহ সাজ্জাদ। এ সময় উপস্থিত
ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান। স্থানীয় হাড়িনাল উচ্চ
বিদ্যালয় মাঠে স্বজনরা মৃতদেহগুলো শনাক্ত করার পর সেগুলো তাদের পরিবারের
নিকট বুঝিয়ে দেয়া হয়। এদের মধ্যে ২ জন মহিলার লাশ ঢাকায়, ১ জন পুরুষের লাশ
বাড়িয়া ও ১ জনের লাশ শ্রীপুরের লোহাগাছিয়ায় স্বজনরা নিয়ে যান। বাকি ১৪
লাশের নামাজে জানাজা ওই মাঠে অনুষ্ঠিত হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ
দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেলের কাছে মোবাইল ম্যাসেজে এ
শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল
ইসলাম এক বার্তায় অনুরূপ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত শনিবার
গাজীপুর, পৌর এলাকার নোয়াগাঁও, হাড়িনাল ও তিরাকুল গ্রামের ৪৩ জন
নারী-পুরুষ চট্টগ্রাম ফটিকছড়ির মাইজভা-ার ওরস শরিফে যোগ দেয়। ওরস শেষে গত
সোমবার ভোর রাতে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে চট্রগ্রাম-কক্সবাজার সড়কের
চকরিয়ায় নিরাপদ সুপার পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে
মাতামুহুরী নদীতে পড়ে গেলে ১৮ জন মারা যান ও ২৫ জন আহত হন। আহতরা চকরিয়া ও
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
No comments