'ডিজিটাল তথ্যভা-ার' তৈরি করছে নির্বাচন কমিশন
বাংলাদেশের জাতীয় ও স্থানীয় নির্বাচনের সব ধরনের তথ্য একত্রে পেতে 'ডিজিটাল তথ্যভা-ার' করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
কেবল
নির্বাচনী তথ্য নয় ডিজিটাল এ তথ্য ভা-ারে নির্বাচনী সব আইন-কানুনও সংযুক্ত
করা হচ্ছে। এই ডিজিটাল ভা-ারে জাতীয় সংসদ, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা
ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠপর্যায়ে স্ তথ্য সংরক্ষণ করা হবে। এতে করে
আগামীতে আর কখনো প্রয়োজনীয় তথ্য 'নিখোঁজ' হবে না। কমিশন সচিবালয় জানায়,
আধুনিক এ তথ্য ভা-ারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই যুগোপযোগী করতে
এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব তথ্য
সংগ্রহের কাজ চলছে। ইউনিয়ন পরিষদের সংখ্যা বেশি হওয়ায় ইউপি নির্বাচন
সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে সময় লাগছে বলে জানা গেছে। ইসির সংশ্লিষ্ট শাখা
জানায়, স্বাধীনতার পর এ পর্যন্ত ১১টি কমিশন দায়িত্ব পালন করলেও কেউ গড়ে
তোলেনি নির্বাচন কমিশনের নিজস্ব কোন তথ্য ভা-ার। ফলে হারিয়ে গেছে অনেক
গুরুত্বপূর্ণ নথিপত্র। এ কারণে বিভিন্ন কর্মপদ্ধতি ঠিক করতে প্রতিনিয়ত নানা
প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের। বিভিন্ন আইন ও
বিধিমালা সংক্রান্ত তথ্য ছাড়া কমিশনে অন্য কোন তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
কারণ আর্কাইভ না থাকায় ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ
নির্বাচনের তথ্য কমিশনের কাছে নেই। হারিয়ে যাওয়া নথিপত্রের মধ্যে রয়েছে
অনেক নির্বাচনের ফলাফলসহ বিভিন্ন সময় করা ভোটার তালিকাও।
No comments