ব্রিটিশ সিদ্ধান্ত নাকচ করল স্কটল্যান্ড
ব্রিটিশ সরকারের আইনি বিশ্লেষণ এবং সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন স্কটল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী নিকোলা স্টুরজিওন।
ব্রিটিশ সরকারের আইনি বিশ্লেষণে বলা হয়েছে,
ব্রিটিশ সরকারের আইনি বিশ্লেষণে বলা হয়েছে,
স্কটল্যান্ডের
জনগণ আগামী বছর অনুষ্ঠেয় গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট দিলে দেশটিকে
জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নে যোগদানের চুক্তিসহ অন্যান্য অনেক আন্তর্জাতিক
চুক্তি নতুন করে পর্যালোচনা করতে হবে। স্টুরজিওন বলেন, 'ব্রিটেন এখন যে সব
সুযোগ ভোগ করছে স্কটল্যান্ড বের হয়ে যাওয়ার পরও যদি তা ভোগ করার কথা ভাবে
তাহলে তা হবে চরম ঔদ্ধত্য।' তিনি জানান, তারা যদি মনে করে থাকে
স্কটল্যান্ডের ওপর ব্রিটেন তাদের সব অধিকার বজায় রাখবে তা হবে ভুল। কারণ
বৃটেন তাদের জাতীয় ঋণসহ সব দায়দেনাও স্কটিশ জনগণের ওপর চাপিয়ে দেয়ার কথা
চিন্তা করছে তার কোনও সুযোগ নেই। ব্রিটিশ সরকার সাধারণভাবে এ ধরনের আইনি
বিষয় জনসম্মুখে প্রকাশ করে না। স্কটল্যান্ডে ২০১৪ সালে অনুষ্ঠেয় গণভোটে
দেশটির জনগণ ব্রিটেন থেকে আলাদা হয়ে যাওয়ার পক্ষে ভোট দিলে তার আইনগত
পরিণাম কি হতে পারে তা বিশ্লেষণ করে ব্রিটিশ সরকার সমপ্রতি নিজের তৈরি আইনি
প্রতিবেদন প্রকাশ করেছে। স্কটল্যান্ডের জনগণকে এ কাজ থেকে বিরত রাখতে
বাধ্য করার লক্ষ্যে ব্রিটিশ সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বেশিরভাগ
বিশ্লেষক।
এর আগে চলতি সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন স্বাধীন হওয়ার চেষ্টা না করার জন্য স্কটল্যান্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একত্রে থাকাই হবে দুই পক্ষের জন্য মঙ্গলজনক। আইআরআইব।
এর আগে চলতি সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন স্বাধীন হওয়ার চেষ্টা না করার জন্য স্কটল্যান্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একত্রে থাকাই হবে দুই পক্ষের জন্য মঙ্গলজনক। আইআরআইব।
No comments