জামায়ত-শিবিরের রোষানলে জ্যোতি
রাজধানী শাহবাগের স্বাধীনতা প্রজন্ম
চত্বরে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে তরুণ প্রজন্মের অবস্থান কর্মসূচি চলছে।
গত ছয়দিন ধরে চলমান এ কর্মসূচিতে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবির
পাশাপাশি
জামায়াত-শিবিরের হিংসাত্মক কর্মকাণ্ডের বিষয়টিও
উঠে এসেছে। এ কর্মসূচির শুরুর দিনেই জামায়ত-শিবিরের রোষানলে পড়েছিলেন
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ‘জীবনঢুলী’তে শুটিংয়ের জন্য বাগের হাটের
দৌলতপুরে যাওয়ার পথে তিনি সহ ছবির পুরো ইউনিট জামায়াত-শিবিরের হামলার
শিকার হন। জ্যোতি জানান, তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবনঢুলী’র শুটিংয়ের
জন্য দুটা বাস, একটা মাইক্রো ও দুটা পিকআপসহ শুটিং স্পটের দিকে যাচ্ছিলেন।
কিন্তু পথে জামায়াত-শিবির কর্মীরা গাছ কেটে ফেলে রাখেন। একপর্যায়ে তারা
ইউনিটের গাড়িগুলোতে হামলা চালায়। তখন প্রাণভয়ে ইউনিটের লোকজন সেখান থেকে
দৌড়ে গিয়ে পাশের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। জ্যোতিকা জ্যোতি বলেন, ‘এ
ঘটনা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে থাকবে। জামায়াত-শিবিরের
অপতৎপরতা কখনোই মেনে নেয়ার নয়। তাই আমিও শাহবাগের তরুণদের সঙ্গে একাত্মতা
ঘোষণা করছি।’
No comments