ফিরেছেন প্রভা
গত বছরের ৫ই ডিসেম্বর এক সড়ক দুর্ঘটনার
শিকার হয়েছিলেন প্রভা। এতে বেশ আঘাতপ্রাপ্ত হন তিনি। এ কারণে অনেকেই
ভেবেছিলেন প্রভাব হয়তো কাজে ফিরতে অনেক সময় লাগবে।
কিন্তু
দুর্ঘটনার আঘাত কাটিয়ে কিছুদিন বিরতির পর এই মাসেই নতুন করে বেশকিছু নাটকে
অভিনয়ের মধ্য দিয়ে আবার অভিনয়ে ফিরেছেন প্রভা। উত্তরার একটি শুটিং হাউজে
একুশে ফেব্রুয়ারির জন্য সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘প্রেরণা’ নামে একটি পাঁচ
পর্বের বিশেষ নাটকে অভিনয় শেষ করলেন রোববার। নাটকটি নিয়ে প্রভা বলেন, এ
নাটকে বাংলা ভাষাকে কেন্দ্র করে একটি বিশ্ববিদ্যালয়ের দুই দলের নানা চিত্র
তুলে ধরা হয়েছে। এখানে এক পক্ষ বাংলা ও আরেক পক্ষ ইংরেজি মাধ্যমের। আর
তাদের মধ্যে ভাষাবোধ ও চেতনা নিয়ে কাহিনীটি সাজানো। গল্পটি আসাধারণ। এখানে
আমার বিপরীতে অভিনয় করেছেন শ্যামল। এ নাটকের আগে প্রভা মাতিয়া বানু শুকুর
রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘অপরাজিতা’ নামক একটি ধারাবাহিকে কাজ
করেছেন। আপাতত নাটকটির ২৬ পর্বের শুটিংয়ের কাজ শেষ। এ নাটকে প্রভা জয়া
নামের একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। নাটকটির গল্প জানতে চাইলে
প্রভা বলেন, ‘অপরাজিতা’র গল্পে দেখা যাবে জয়া তার মাকে চিঠি লিখে ঘর ছেড়ে
পালাচ্ছে গান পাগল ছেলে পাভেলের হাত ধরে। ছেলেটা মিউজিক, ব্যান্ড নিয়ে
ব্যস্ত থাকতে পছন্দ করে। আর জয়া সমাজে টিকে থাকার জন্য স্কুল শিক্ষিকার
চাকরি নেয়। আর এখান থেকেই কাহিনী মোড় নেয় নতুন দিকে। এদিকে প্রভা অভিনীত
এটিএন বাংলায় সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘কবুলিয়তনামা’, এনটিভিতে আলী
ফিদা একরাম তোজোর রচনা ও পরিচালনায় ‘অঘটন ঘটন পটিয়সী’ নাটকগুলো নিয়মিত
প্রচার হচ্ছে। এছাড়া একুশে টিভির জন্য কায়সার আহমেদের পরিচালনায় ধারাবাহিক
নাটক ‘ঘোমটা’য় অভিনয় করেছেন প্রভা। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর
রহমান মিলন। খুব শিগগিরই নাটকটি প্রচার হবে বলে জানালেন প্রভা। ক্যারিয়ারের
লম্বা একটা সময় পার করার পর এখন কাজ নিয়ে কি ধরনের পরিকল্পনা করছেন জানতে
চাইলে প্রভা বলেন, এখন মাসে ২০ দিন শুটিং করব, বাকি সময়টা পরিবারকে দিতে
চাই। আর আমি ধারাবাহিকের চেয়ে এক ঘণ্টার নাটকে বেশি কাজ করতে চাই। তবে টিভি
সিরিয়ালে পর্দায় অবশ্য একজন অভিনেত্রীর উপস্থিতি বেশি। তারপরও আমি যাই করি
না কেন, পরিবারকে নিয়ে এখন একটু বেশি ভাবি, সময় দিতে চাই। আর শুক্রবারে
এখন শুটিংয়ের কোন কাজ রাখি না। তার সমসাময়িক অনেকেই চলচ্চিত্রে নাম
লেখাচ্ছেন। এ নিয়ে প্রভা কি ভাবছেন জানতে চাইলে বলেন, আমার আগ্রহ আছে। তবে এ
পর্যন্ত যখনই কোন ভাল চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি, তখনই কোন না কোন
ঝামেলার জন্য শেষ পর্যন্ত করতে পারিনি। তবে চলচ্চিত্রে কাজ করার অবশ্যই
ইচ্ছে আছে।
No comments