অনশন ভেঙেছেন রামদেব

ভারতে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামা যোগগুরু বাবা রামদেব গতকাল মঙ্গলবার অনশন ভেঙেছেন। গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছিলেন তিনি। দিল্লির আম্বেদকার স্টেডিয়ামে গতকাল দুপুরে অনশন ভাঙার পর পরই হরিদ্বারের উদ্দেশে রওনা হওয়ার ঘোষণা দেন তিনি।


দুর্নীতিবিরোধী কঠোর লোকপাল আইন পাস, বিদেশে পাচার হওয়া কোটি কোটি রুপি দেশে ফিরিয়ে আনা, নির্বাচন কমিশনার এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রধান নিয়োগে স্বচ্ছতা থাকার দাবিতে অনশন শুরু করেছিলেন রামদেব। অনশনের পঞ্চম দিন গত সোমবার সমর্থকদের নিয়ে রামদেব পার্লামেন্ট অভিমুখে মিছিল শুরু করেন। কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয় এবং গ্রেপ্তার করে আম্বেদকার স্টেডিয়ামে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর মুক্তি দেওয়া হলেও স্টেডিয়াম ছাড়তে অস্বীকৃতি জানান রামদেব ও তাঁর সমর্থকরা। তবে পুলিশ গতকাল দুপুর ২টার মধ্যে আম্বেদকার স্টেডিয়াম খালি করার সময় বেঁধে দেয়। আজ বুধবার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়। এর আগেই দুই শিশুর তুলে দেওয়া লেবুর শরবত পান করে অনশন ভাঙেন রামদেব। সূত্র : হিন্দুস্তান টাইমস।

No comments

Powered by Blogger.