লোকমান হত্যা মামলা- কারাবন্দী সর্বশেষ আসামি আশরাফও জামিনে মুক্ত

নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি আশরাফুল ইসলাম সরকার ওরফে আশরাফ সরকার জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে আসামি পক্ষের আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালতে তাঁর জামিনের আবেদন করেন।


বেলা আড়াইটায় বিচারক মো. শাহজাহান আসামি আশরাফুলের জামিন মঞ্জুর করেন।
আশরাফ সরকার নরসিংদী শহর যুবলীগের সভাপতি ও লোকমান হত্যা মামলার দুই নম্বর আসামি সাবেক পৌর চেয়ারম্যান আবদুল মতিন সরকারের ছোট ভাই। ওই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে সর্বশেষ আশরাফই কারাবন্দী ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামানসহ কয়েকজন আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে আসামি আশরাফ সরকারের জামিনের আবেদন করেন। আবেদনে আসামিপক্ষের আইনজীবীরা উল্লেখ করেন, হত্যার পরিকল্পনাকারী হিসেবে অভিযোগপত্রে আশরাফুল ইসলাম সরকারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু তদন্তে হত্যার ঘটনায় আশরাফের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
মামলার বাদী ও নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আদালত তাঁকে কীভাবে জামিন দিলেন, তা আমার বোধগম্য নয়।’

No comments

Powered by Blogger.