পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করবে আইসিসি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তাবিত পাকিস্তান সফরের আগে পাকিস্তানে নিরাপত্তা পর্যবেক্ষক পাঠাবে বাংলাদেশ। তবে এর আগে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থার প্রধান নির্বাহী হারুন লরগাত বিষয়টি জানিয়েছেন।
হারুন বলেন, ‘নিরাপত্তার বিষয়টি গুরুতর। পাকিস্তানে যেকোনো সফরের বিষয়ে সিদ্ধান্তে আসতে হলে পুরো পরিস্থিতিটির যথাযথ মূল্যায়ন জরুরি।’
দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন পুনরায় শুরু করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।
২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কান ক্রিকেট দল লাহোরে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়। ওই হামলায় শ্রীলঙ্কা দলের সাত খেলোয়াড়, সহকারী কোচ ও আইসিসির কর্মকর্তারা আহত হন। এরপর থেকে আর কোনো দলই পাকিস্তান সফরে যাচ্ছে না। এমনকি গত বছর উপমহাদেশে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের আয়োজক হিসেবেও পাকিস্তানকে বাদ দেওয়া হয়। শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন স্থগিত করে আইসিসি। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে দেশটিতে মধ্য ফেব্রুয়ারিতে বাংলাদেশ তাদের প্রতিনিধিদল পাঠাবে।
দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন পুনরায় শুরু করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।
২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কান ক্রিকেট দল লাহোরে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়। ওই হামলায় শ্রীলঙ্কা দলের সাত খেলোয়াড়, সহকারী কোচ ও আইসিসির কর্মকর্তারা আহত হন। এরপর থেকে আর কোনো দলই পাকিস্তান সফরে যাচ্ছে না। এমনকি গত বছর উপমহাদেশে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের আয়োজক হিসেবেও পাকিস্তানকে বাদ দেওয়া হয়। শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন স্থগিত করে আইসিসি। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে দেশটিতে মধ্য ফেব্রুয়ারিতে বাংলাদেশ তাদের প্রতিনিধিদল পাঠাবে।
No comments