টি-২০তেও ভারতের হার
স্পোর্টস ডেস্ক: টি-২০ ম্যাচেও জিততে পারেনি ভারত। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ভারত হেরে গেছে ৩১ রানে। টস জেতা ভারত অস্ট্রেলিয়ার করা ১৭১/৪ এর জবাবে ১৪০ রান করে ৬ উইকেট হারিয়ে। স্বাগতিকদের ম্যাথু ওয়েড সর্বোচ্চ ৭২ রান করেন। তিনি ৪৩ বলে এ রান করার পথে তিনটি ছক্কা ও ৫টি চারের মার মারেন। এছাড়া ডেভিড হাসি ৩০ বলে ৪২ ও ওয়ার্নার ১৪ বলে ২৫ রান করেন। এরা যথাক্রমে তিনটি ও দুটি ছক্কা হাঁকান। অভিষেক ম্যাচে নেতৃত্ব দেয়া জর্জ বেইলি অপরাজিত থাকেন ১২ রানে। অসিদের ইনিংসে ছক্কা ও চারের সংখ্যা ছিল সমান নয়টি। ভারতের বোলারদের মধ্যে কেউই তেমন সমীহ আদায় করতে পারেননি। প্রথম ওভারেই ব্রেট লির বলে ওপেনার বীরেন্দর সেওয়াগ আউট হয়ে গেলে চাপে পড়ে যায় ভারত। এরপর গম্ভীর ও কোহলি পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু পরপর তিন ওভারে গম্ভীর, কোহলি ও অভিষেক হওয়া রোহিত শর্মা আউট হলে চরম বিপর্যয় নেমে আসে ভারতের। পরে অধিনায়ক ধোনি একা লড়াই চালিয়ে গেলেও তা যথেষ্ট হয়নি। ধোনি সর্বোচ্চ ৪৮ রান করেন ৪৩ বলে। তিনি তিনটি ছক্কা ও একটি চার মারেন। শুক্রবার দ্বিতীয় ও শেষ টি-২০টি অনুষ্ঠিত হবে।
টস : ভারত (ফিল্ডিং)
অস্ট্রেলিয়া: ১৭১/৪ (২০ ওভার) ম্যাথু ওয়েড ৭২, ডেভিড হাসি ৪২, ডেভিড ওয়ার্নার ২৫, বিনয় কুমার ১/২৮, রায়না ১/২২।
ভারত: ১৪০/৬ (২০ ওভার) ধোনি ৪৮*, কোহলি ২২, হাসি ২/৪ ক্রিস্টিয়ান ২/৩৫।
ফল: অস্ট্রেলিয়া ৩১ রানে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ: ম্যাথু ওয়েড
No comments