সাইফের সাহায্যার্থে আইসিসি’র প্রতিনিধি হতে চান আয়েশা
মানবজমিন ডেস্ক: ভাই সাইফ আল ইসলামকে সহায়তা করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধি করে নেয়ার আহ্বান জানিয়েছেন লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির মেয়ে আয়েশা গাদ্দাফি। মঙ্গলবার তিনি এ আহ্বান জানান। সাইফের বিরুদ্ধে লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলনে হত্যা ও ধর্ষণসহ মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি এখন বিচারের অপেক্ষায় রয়েছেন। এছাড়া সাইফের বর্তমান হাল সম্পর্কেও তথ্য দেয়ার আহ্বানও জানিয়েছেন আয়েশা। এ খবর দিয়েছে বিডিনিউজ। এতে বলা হয়, এদিকে সাইফ লিবিয়ায় নিরপেক্ষ বিচার পাবেন না বলে সন্দেহপ্রকাশ করেছে তার সমর্থকরা। তারা হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সাইফের বিচার হওয়া উচিত বলে মনে করেন। গত বছর নভেম্বরে সাহারা মরুভূমি থেকে বেদুইনের ছদ্মবেশে থাকা সাইফ আল ইসলাম গ্রেপ্তার হন। সাইফের বিরুদ্ধে আনা অভিযোগ লিবিয়ার আদালতে প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে। আর আইসিসিতে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। আইসিসিকে দেয়া নথিতে আয়েশা গাদ্দাফি জানান, সাইফের হয়ে লড়তে কোন বিদেশী আইনজীবীকে অনুমতি দিতে রাজি নয় লিবিয়া। আয়েশা গাদ্দাফি তার ভাইকে রক্ষার ইচ্ছা প্রকাশ করেছেন। সাইফের বিরুদ্ধে এর আগে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় মামলায় সংস্থাটির প্রভাব রয়েছে। এর আগে সাইফের বিচার কোথায় হবে এ নিয়ে লিবিয়ার নতুন শাসকগোষ্ঠী ও আইসিসির মধ্যে চিঠি চালাচালি হয়। আইসিসি চায় সাইফের বিচার তাদের আদালতেই হোক। কিন্তু লিবিয়া নিজ দেশের বাইরে কোন আদালতে সাইফের বিচার হতে দিতে সম্মত নয়। লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর দমনাভিযান মানবতার বিরুদ্ধে অপরাধভুক্ত করে এর সঙ্গে জড়িত থাকায় সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
No comments