মওদুদের মামলা স্থগিতই থাকবে
স্টাফ রিপোর্টার: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় কোন আদেশ দেননি আপিল বিভাগের চেম্বার আদালত। এর আগে মামলা বাতিলে হাইকোর্টে মওদুদের করা ওই আবেদনে গত রোববার এ মামলায় ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি বাতিলের আদেশ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন। ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে আবেদন করলে আদালত ‘নো অর্ডার’ দেয়। এতে হাইকোর্টের আদেশই বহাল থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে মওদুদের পক্ষে ছিলেন, ব্যরিস্টার রফিক-উল হক, আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মো. সরওয়ার্দী। ২০০৭ সালের ১৬ই সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) মওদুদের বিরুদ্ধে মামলাটি করে। মামলার অভিযোগ আমলে নেয়ার পর বর্তমানে বিচারিক আদালতে অভিযোগ গঠনের শুনানি চলছে।
No comments