প্রেক্ষাগৃহে পূর্ণিমা
স্টাফ রিপোর্টার: আগামীকাল মুক্তি পাচ্ছে পূর্ণিমা অভিনীত চলচ্চিত্র ‘আই লাভ ইউ’। বলা যায়, এ ছবি দিয়েই পূর্ণিমার এ বছরের শুরু। একইসঙ্গে পূর্ণিমা ভক্তদের জন্য সুখবর এ ছবিতে অভিনয়ের মধ্যেই পূর্ণিমা অভিনীত ছবি প্রায় একবছর পর প্রেক্ষাগৃহে আসছে। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয়ে আছেন শাকিব খান। এছাড়াও আরও অভিনয়ে আছেন নীরব, রেসী, মিশা সওদাগর প্রমুখ। পূর্ণিমা বলেন, এ ছবিটি দিয়েই বলা যায় অনেকদিন পর ভিন্নধরনের চরিত্র নিয়ে আসছি দর্শক সম্মুখে। আশা করছি, অনেকদিন পর আমার আর শাকিবের অভিনয়ে ছবি দর্শকের কাছে ভাল লাগবে। শাকিব খান ও পূর্ণিমা অভিনীত ‘আই লাভ ইউ’ ছবিটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। পূর্ণিমা অভিনীত ছবি ধারাবাহিকতায় মুক্তি অপেক্ষায় আছে মোট চারটি। এগুলো হলো্- গাজী মাহবুবের পরিচালনায় ‘রাজা সূর্য খাঁ’। ছবিতে পূর্ণিমার সঙ্গে অভিনয়ে আছেন নীরব এবং কাজী মারুফ এবং সিনিয়ার শিল্পীদের মধ্যে রয়েছেন সোহেল রানা, কবরী, ববিতা, আনিস, টেলিসামাদসহ আরও অনেকেই। সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘আমার স্বামী আমার অহংকার’ ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয়ে আছেন আমিন খান এবং রিয়াজ। এফআই মানিকের পরিচালনায় ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’ ছবিতে পূর্ণিমার নায়ক হিসেবে আছেন শাকিব খান। এছাড়াও আরও অভিনয়ে আছেন নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, সুচরিতা, মিশা সওদাগর প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ইফতেখার আহমেদ ফাহমীর পরিচালনায় ‘টু বি কন্টিনিউড’ ছবিতে পূর্ণিমার নায়ক হিসেবে আছেন সংগীত তারকা তাহসান। পূর্ণিমা বলেন, সবক’টি ছবিই একটি থেকে অন্যটি এক্সক্লুসিভ। সঙ্গে বড় বড় তারকাতো আছেনই। এ সবক’টি ছবিই এবছর মুক্তি পাবে। আশা করছি ‘আই লাভ ইউ’ মুক্তির পর তার ধারাবাহিকতা রেখেই প্রতিটি ছবিই দর্শক গ্রহণ করবে।
No comments