ফ্লোরিডায় জিতে আরেক ধাপ এগোলেন রমনি by ইব্রাহীম চৌধুরী
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মনোনয়নে আরও এক ধাপ এগিয়ে গেলেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি। গত মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় বাছাইপর্বে (প্রাইমারি) বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।
রমনি ফ্লোরিডায় ৪৬ শতাংশ দলীয় সমর্থন পেয়েছেন। প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ পেয়েছেন মাত্র ৩২ শতাংশ ভোট। বাছাইপর্বের নির্বাচনী দৌড়ে মিট রমনির অপর প্রতিদ্বন্দ্বী সাবেক সিনেটর রিক স্যান্টোরাম পেয়েছেন ১৩ শতাংশ ভোট। কংগ্রেসম্যান রন পলের প্রাপ্ত ভোট সাত শতাংশ।
ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাছাইপর্ব মিট রমনির নির্বাচনী শিবিরে বড় ধরনের জয় এনে দিয়েছে। রাজ্যের ৫০টি ডেলিগেটের সব কটি এখন তাঁর সংগ্রহে। এর মধ্যে চারটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত বাছাইপর্বের দুটিতে জয়ী হয়েছেন মিট রমনি। আগামী ৬ মার্চ মঙ্গলবার ১০টি অঙ্গরাজ্যে একসঙ্গে রিপাবলিকান পার্টির বাছাইপর্ব হবে।
সুপার টুইসডে নামে পরিচিতি মার্চ মাসের এই বাছাইপর্বে রিপাবলিকান পার্টির প্রার্থী মনোনয়ন অনেকটা নিশ্চিত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় ফ্লোরিডায় নিজ সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করার সময় রমনি বলেন, প্রতিযোগিতামূলক বাছাইপর্বে রিপাবলিকান পার্টি বিভক্ত হচ্ছে না। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে দল আরও সংহত হচ্ছে এবং বড় বিজয়ের ক্ষেত্র প্রস্তুত করছে।
রমনি বলেন, তিনি রিপাবলিকান পার্টি ও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে পরাজিত করতে রিপাবলিকান পার্টিকে মনোযোগী হতে আহ্বান জানান রমনি। তিনি বলেন, ‘আমার নেতৃত্বেই ওবামা-যুগের অবসান ঘটবে। যুক্তরাষ্ট্রের নতুন করে অগ্রযাত্রার সূচনা ঘটবে।’
প্রায় ১৫ শতাংশ ভোটে পরাজিত হলেও সাবেক স্পিকার নিউট গিংরিচ দমে যাননি বলে দাবি করেছেন তাঁর সমর্থকেরা। পরাজয়ের পর ফ্লোরিডায় তাঁর সমর্থকদের ‘৪৬টি অঙ্গরাজ্যে এখনো বাকি’ পোস্টার নিয়ে সমবেত হতে দেখা গেছে।
সমর্থকদের উদ্দেশে গিংরিচ বলেন, ‘আমরা প্রতিটি অঙ্গরাজ্যে প্রতিযোগিতায় নামব। প্রথা অনুযায়ী অগ্রগামী প্রার্থীকে অভিনন্দনও জানাননি তিনি।’
বাছাইপর্বে তৃতীয় অবস্থানে থাকা রিক স্যান্টোরাম নেভাদাও কলেরাডোয় নতুন প্রচারণা শুরু করেছেন।
স্যান্টোরাম দলীয় সমর্থকদের বলছেন, রক্ষণশীল রিপাবলিকানদের খাঁটি প্রার্থী হিসেবে নিউট গিংরিচকে বিবেচনা করা যাচ্ছে না। নিজেকে খাঁটি রক্ষণশীল রিপাবলিকান বলে দাবি করেন স্যান্টোরাম। উদার নীতির অনুসারী রমনির বদলে তাঁকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তিনি।
বাছাইপর্বে এখনো কোনো জয় না পেলেও কংগ্রেসম্যান রন পল তাঁর প্রচারণা চালিয়ে যাওয়ার কথা পুনরায় ঘোষণা করেছেন। রিপাবলিকান পার্টির ব্যতিক্রমী প্রার্থী রন পলের পক্ষে তরুণ রক্ষণশীলদের সমর্থন এখনো লক্ষণীয়।
ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাছাইপর্ব মিট রমনির নির্বাচনী শিবিরে বড় ধরনের জয় এনে দিয়েছে। রাজ্যের ৫০টি ডেলিগেটের সব কটি এখন তাঁর সংগ্রহে। এর মধ্যে চারটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত বাছাইপর্বের দুটিতে জয়ী হয়েছেন মিট রমনি। আগামী ৬ মার্চ মঙ্গলবার ১০টি অঙ্গরাজ্যে একসঙ্গে রিপাবলিকান পার্টির বাছাইপর্ব হবে।
সুপার টুইসডে নামে পরিচিতি মার্চ মাসের এই বাছাইপর্বে রিপাবলিকান পার্টির প্রার্থী মনোনয়ন অনেকটা নিশ্চিত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় ফ্লোরিডায় নিজ সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করার সময় রমনি বলেন, প্রতিযোগিতামূলক বাছাইপর্বে রিপাবলিকান পার্টি বিভক্ত হচ্ছে না। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে দল আরও সংহত হচ্ছে এবং বড় বিজয়ের ক্ষেত্র প্রস্তুত করছে।
রমনি বলেন, তিনি রিপাবলিকান পার্টি ও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে পরাজিত করতে রিপাবলিকান পার্টিকে মনোযোগী হতে আহ্বান জানান রমনি। তিনি বলেন, ‘আমার নেতৃত্বেই ওবামা-যুগের অবসান ঘটবে। যুক্তরাষ্ট্রের নতুন করে অগ্রযাত্রার সূচনা ঘটবে।’
প্রায় ১৫ শতাংশ ভোটে পরাজিত হলেও সাবেক স্পিকার নিউট গিংরিচ দমে যাননি বলে দাবি করেছেন তাঁর সমর্থকেরা। পরাজয়ের পর ফ্লোরিডায় তাঁর সমর্থকদের ‘৪৬টি অঙ্গরাজ্যে এখনো বাকি’ পোস্টার নিয়ে সমবেত হতে দেখা গেছে।
সমর্থকদের উদ্দেশে গিংরিচ বলেন, ‘আমরা প্রতিটি অঙ্গরাজ্যে প্রতিযোগিতায় নামব। প্রথা অনুযায়ী অগ্রগামী প্রার্থীকে অভিনন্দনও জানাননি তিনি।’
বাছাইপর্বে তৃতীয় অবস্থানে থাকা রিক স্যান্টোরাম নেভাদাও কলেরাডোয় নতুন প্রচারণা শুরু করেছেন।
স্যান্টোরাম দলীয় সমর্থকদের বলছেন, রক্ষণশীল রিপাবলিকানদের খাঁটি প্রার্থী হিসেবে নিউট গিংরিচকে বিবেচনা করা যাচ্ছে না। নিজেকে খাঁটি রক্ষণশীল রিপাবলিকান বলে দাবি করেন স্যান্টোরাম। উদার নীতির অনুসারী রমনির বদলে তাঁকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তিনি।
বাছাইপর্বে এখনো কোনো জয় না পেলেও কংগ্রেসম্যান রন পল তাঁর প্রচারণা চালিয়ে যাওয়ার কথা পুনরায় ঘোষণা করেছেন। রিপাবলিকান পার্টির ব্যতিক্রমী প্রার্থী রন পলের পক্ষে তরুণ রক্ষণশীলদের সমর্থন এখনো লক্ষণীয়।
No comments