রাজ্জাকের আসনে উপনির্বাচন ১৫ই মার্চ
স্টাফ রিপোর্টার: আগামী ১৫ই মার্চ ভোটগ্রহণের দিন রেখে শরীয়তপুর-৩ আসনে উপ-নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবারই প্রজ্ঞাপন আকারে এ তফসিল প্রকাশ করা হবে। তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রাখা হচ্ছে ১৬ই ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৯শে ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৬শে ফেব্রুয়ারি। কমিশন সূত্রে জানা গেছে এ তথ্য। তফসিল ঘোষণা বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন অবশ্য গতকাল সাংবাদিকদের বলেন, শরীয়তপুর-৩ আসনে উপ-নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। ১৫ই মার্চ ভোটগ্রহণের দিন রেখে তফসিল চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার প্রজ্ঞাপন আকারে তা ঘোষণা করা হবে। প্রচার-প্রচারণা সম্পর্কে তিনি বলেন, এতদিন যে সব সম্ভাব্য প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়েছেন তাদের প্রজ্ঞাপন জারির দিন থেকেই তা বন্ধ করতে হবে। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরই কেবল প্রচার-প্রচারণা চালানো যাবে। এছাড়া সম্ভাব্য প্রার্থীরা সব ধরনের পোস্টার-ব্যানার তুলে ফেলবেন। এর ব্যত্যয় হলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন কমিশনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। আশা করি নতুন কমিশন সুন্দরভাবে তাদের প্রথম নির্বাচন সম্পন্ন করতে পারবেন। এক প্রশ্নের জবাবে কমিশনার সাখাওয়াত বলেন, নিবন্ধিত প্রতিটি দলের নিবন্ধনের সময় ৩ বছর পার হয়ে যাওয়ায় আসন্ন উপ-নির্বাচনে নিবন্ধিত দলের প্রার্থীকে সংশ্লিষ্ট দলের সঙ্গে কমপক্ষে তিন বছর যুক্ত থাকার প্রমাণপত্র দাখিল করতে হবে। এর ব্যত্যয় হলে রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করবেন। উল্লেখ্য, গত ২৩শে ডিসেম্বর লন্ডনের কিংস কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা শরীয়তপুর-৩ (ডামুড্যা) আসনের সংসদ সদস্য আবদুর রাজ্জাক।
No comments