আজ কামরুল হাসানের ২৫তম প্রয়াণ দিবস
স্টাফ রিপোর্টার: কামরুল হাসানকে কোন সীমাবদ্ধতায় ধারণ করা সম্ভব নয়। তার ব্যাপ্তি ও কর্মপরিধি ছিল অসাধারণ। তিনি একাধারে সংগঠক, কার্টুনিস্ট, ব্রতচারী, প্রচারক, রাজনীতিক ও এক অসাধারণ শিল্পী। স্বল্প পরিসরে তার মূল্যায়ন সম্ভব নয়। সর্বশ্রেষ্ঠদের মধ্যে একক চরিত্রের মহান শিল্পী। আজ তার ২৫তম প্রয়াণ দিবস। কামরুল হাসান তার সুদীর্ঘ জীবনে বাংলার শিল্পরূপ অন্বেষণ করেছেন এবং সেই অন্বেষাজাত উপলব্ধির সৃজনশীল প্রকাশ দ্বারা আমাদের শিল্পাঙ্গনকে সমৃদ্ধ করেন। সামাজিক অঙ্গীকারবদ্ধ পটুয়া কামরুল হাসান আজীবন বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। দেশভাগ পরবর্তী তমসাচ্ছন্ন দিনে তৎকালীন পূর্ববাংলায় শিল্প-শিক্ষার প্রসারে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তার ছিল অনন্য ভূমিকা। নিষ্ঠার সঙ্গে পালন করেন মহান মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের আর্ট ও ডিজাইন বিভাগের পরিচালকের দায়িত্ব। পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও ছিলেন ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে পটুয়া কামরুল হাসান নিরলস ও নির্ভীকভাবে গণতন্ত্র, সাধারণ মানুষ ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করেছেন। পটুয়া কামরুল হাসানের শিল্পকর্ম দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং হচ্ছে। বহুবার তাকে অন্যতম বিশ্ববরেণ্য চিত্রশিল্পী হিসেবে গণ্য করা হয়েছে।
No comments