নাটক পাড়ায় নতুন আতঙ্ক...
স্টাফ রিপোর্টার: শ্রাবন্তী, তিন্নী, সারিকার পর নাটক পাড়ায় নতুন আতঙ্ক হিসেবে ধরা দিয়েছে লাক্স সুন্দরী মাশিয়াত ও অর্ষা। নতুন অভিয়ে আসা শিল্পীদের মধ্যে প্রতিনিয়ত শিডিউল ফাঁসানোর তালিকায় এই দু’জন ইতিমধ্যে বেশ নাম করেছেন বলে জানা যায়। আর এতে পরিচালকরাও ভুগছেন নিয়মিত। আজ মন ভাল নেই, কাল আসতে একটু দেরি হবে, পরশু আবার ফোন ধরছেন না, আবার কখনো বা অনির্দিষ্ট সময়ের জন্য ফোন বন্ধ। আবার শুটিং হাউজে উপস্থিত হচ্ছেন অনেকটা বেলা করেই। আর তার পরতো এসেই এটা চাই, ওটা চাই আবদার। ইউনিট সম্পর্কিত এ ধরনের অসংখ্য আবদার ও অভিযোগ তো থাকেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিচালকের তথ্যমতে, অর্ষার বড় দোষ- উনি একটু ড্যামকেয়ার। খুব সহজে কাউকে পাত্তা দিতে চায় না। মর্জি যা হয় তা-ই তিনি করেন। যেখানে-সেখানে সিনিয়র জুনিয়র না দেখেই সিগারেট ধরিয়ে বসেন! অবশ্য, অতি সমপ্রতি নাটক পাড়ার তরুণী নায়িকাদের মধ্যে সিগারেট পান করার বিষয়টি এখন ওপেন সিক্রেট ফ্যাশনে পরিণত হয়েছে। অন্যদিকে মাশিয়াতের যেন ঘুমই ভাঙতে চায় না। দেরি করে শুটিং লোকেশনে আসেন নিয়মিত। এসেই যে কোন বিষয়ে হুলস্থুল করে বসেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নাটকের সহ-অভিনেতারাও তাদের সম্পর্কে বাজে মন্তব্য করেছেন। তবে দু’জনই খুব ভাল অভিনয়শিল্পী। এ বিষয়ে সুনাম কুড়িয়েছেন তারা। তাই সব জেনেশুনেও এতদিন তাদের কাস্টিং করছেন পরিচালকরা। এ বিষয়ে মাশিয়াত ও অর্ষার কাছ থেকে তাদের বক্তব্য জানার জন্য বারবার যোগাযোগ করেও ব্যর্থ হন প্রতিবেদক। দু’জনার মুঠোফোনে বেশ কয়েকবার রিং হলেও ধরেননি তারা। তাদের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, পারিবারিক এবং ব্যাক্তিগত কিছু সমস্যার কারণেই তারা কাউকে সহজভাবে নিতে পারেন না এবং স্বাভাবিক আচরণ করতে পারেন না। মন যখন যা চায় তাই তারা করে ফেলেন। এজন্য চাহিদাসম্পন্ন এ দুই সুন্দরীকে পিছনে ফেলে ইদানীং নির্মাতাদের কাছে গ্রহণযোগ্যতায় এগিয়ে যাচ্ছেন সমসাময়িক মিডিয়ায় আসা অন্য সুন্দরীরা। মৌসুমী, হাসিন, রাখীসহ আরও কয়েকজন ইতিমধ্যেই একের পর এক অভিনয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। পরিচালকরাও তাদের নিয়ে নতুন করে ভাবছেন অর্ষা-মাশিয়াতদের পাশ কেটে।
No comments