পুরান রাজা নতুন রানী

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে পুরুষদের মধ্যে শীর্ষ পর্যায়ে কোন পরিবর্তন না হলেও মেয়েদের বিভাগে শীর্ষস্থান ধরে রাখতে পারেননি ওজনিয়াকি। কোন গ্র্যান্ডস্লাম জিততে না পারা ওজনিয়াকি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল  থেকেই বিদায় নেন। ফলে তিনি নেমে গেছেন চার নম্বরে। অস্ট্রেলিয়ান ওপেনজয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা তিন নম্বর থেকে উঠে এসেছেন এক নম্বরে। ফাইনালে হেরে যাওয়া মারিয়া শারাপোভা চার থেকে তিনে উঠে এসেছেন। ফাইনালে উঠতে না পারলেও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন পেত্রা কেভিতোভা। সোমবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিং নিচে দেয়া হলো:
পুরুষ একক
১.জকোভিচসার্বিয়া১৩৬৩০
২.রাফা নাদালস্পেন১০৪৩৫
৩.ফেদেরারসুইজারল্যান্ড৮০১০
৪.অ্যান্ডি মারেইংল্যান্ড৬৯০০
৫.ডেভিড ফেরারস্পেন৪৫৬৫
৬.সোঙ্গাফ্রান্স৪৩২৫
৭.টমাস বারদিচচেক প্রজা.৩৭০০
৮.মার্ডি ফিসযুক্তরাষ্ট্র২৯৬৫
৯.টিপসারেভিচসার্বিয়া২৭০০
১০.দেল পোর্তোআর্জেন্টিনা২৬৩০
মহিলা একক
১.আজারেঙ্কাবেলারুশ৮৫৮৫
২.কেভিতোভাচেক প্রজা.৭৬৯০
৩.শারাপোভারাশিয়া৭৫৬০
৪.ওজনিয়াকিডেনমার্ক৭০৮৫
৫স্টোসুরঅস্ট্রেলিয়া৫৪৩০
৬.রাদওয়াস্কাপোল্যান্ড৫৩৩০
৭.বারতোলিফ্রান্স৪৭৭০
৮.ভোনারেভারাশিয়া৪৬৯৫
৯.লি নাচীন৪৪৫০
১০পেতকোভিচজার্মানি৪০০০

No comments

Powered by Blogger.