অপি’র কৃতিত্ব
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের টিভি মিডিয়ার জনপ্রিয় মুখ অপি করিম। তবে বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত এ অভিনেত্রী। এর কারণ পড়াশোনার জন্য বছর দু’য়েক আগে জার্মানি পাড়ি জমান অপি। ২০১০ সালের ১লা অক্টোবর জার্মানির ব্যানবুর্গে অ্যানহাল্ট বিশ্ববিদ্যালয়ে ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা শুরু করেন তিনি। অভিনয়ের মতো সেখানে পড়াশোনার ক্ষেত্রেও কৃতিত্ব দেখালেন অপি। বিশ্ববিদ্যালয়ের শেষবর্ষের পরীক্ষায় ভাল ফলাফলের জন্য ব্যানবুর্গে অ্যানহাল্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপিকে সমপ্রতি ‘অ্যাওয়ার্ড ফর এক্সামপ্লরি পারফরমেন্স’-এ ভূষিত করেছে। গেল মাসের ৩০ তারিখ বিকালে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট আইনার ক্রেজলার আনুষ্ঠানিকভাবে অপি করিমের হাতে এ পুরস্কারটি তুলে দেন। এদিকে অপির অর্জন করা ‘অ্যাওয়ার্ড ফর এক্সামপ্লরি পারফরমেন্স’ পুরস্কারটির মূল্যমান হলো ১০০০ ইউরো। ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বিষয়ে পড়াশোনার আগে ইংরেজি সাহিত্যের একটি কোর্সেও অপি করিম অনেক ভাল ফলাফল করেছিলেন। অপি বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন বলেও জানা গেছে। অপির এ ধারাবাহিক ভাল ফলাফলের কারণেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এ পুরস্কারে ভূষিত করলো।
No comments