৫০০ কোটি ডলারের শেয়ার ছাড়বে ফেসবুক
মানবজমিন ডেস্ক: ইন্টারনেটে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক যুক্তরাষ্ট্রের বাজারে ৫০০ কোটি ডলারের প্রাথমিক শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে মার্ক জুফারবার্গের প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে বুধবার আনুষ্ঠানিকভাবে আবেদন করার কথা ছিল। ফেসবুক তাদের এই বিশাল অঙ্কের আইপিও বা প্রাথমিক শেয়ার ব্যবসা পরিচালনার লক্ষ্যে মরগান স্টেনলির নেতৃত্বে ৫ জন বিশেষজ্ঞকে নিয়োগ দিয়েছে। অন্য চারজন হলেন- গোল্ডম্যান সাচ, মেরিল লিনচ, বার্কলেস ক্যাপিটাল ও জেপি মরগান। প্রয়োজনে এই সিন্ডিকেটের সংখ্যা ও আইপিও’র অঙ্ক আরও বাড়ানো হবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি নগরী সিলিকন ভেলি থেকে কেউই এর আগে এতো বিশাল বাজেটের প্রাথমিক শেয়ার বাজারে ছাড়েনি। তবে গুগল ইনকরপোরেশন এর আগে ২০০ কোটি ডলারের আইপিও বাজারে ছেড়েছিল। ফলে ফেসবুকই সবচেয়ে বেশি বাজেটের আইপিও সর্বপ্রথম বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তাদের ব্যবসা পরিচালনাকারী সিন্ডিকেটের সদস্যরাও বেশ অভিজ্ঞ বলেই পরিচিত। তাই প্রতিষ্ঠানটির শেয়ার বাজারে ছাড়ার খবরে অনেকেই নড়েচড়ে বসছেন।
No comments