স্কারলেটের নতুন সঙ্গী
বিনোদন ডেস্ক: হলিউডি অভিনেত্রী স্কারলেট জোহানসেন সাবেক স্বামী রায়ান রেইনোল্ডস ও তার বর্তমান প্রেমিকা ব্ল্যাক লাভলিকে এড়িয়ে চলার জন্যই নিউ ইয়র্ক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন সঙ্গী নিয়ে নতুন জীবন শুরু করতে লন্ডনেই থিতু হওয়ার চিন্তা করছেন তিনি। এ প্রসঙ্গে বৃটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, ২৭ বছর বয়সী এ তারকা গত সপ্তাহে লন্ডনে একটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য এক এজেন্টের অফিসে গিয়েছিলেন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, নিউ ইয়র্কে রায়ান ও ব্ল্যাকের সঙ্গে যে কোন ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়াতে চান স্কারলেট। স্কারলেট এখন ‘আন্ডার দ্য স্কিন ইন স্কটল্যান্ড’ চলচ্চিত্রে অভিনয় করছেন। এদিকে তার লন্ডন প্রীতির বিষয়টি প্রচার হওয়ার কিছুদিন আগেই বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ-এর প্রতি বিশেষ দুর্বলতার কথাও প্রকাশ করেছেন স্কারলেট। ড্যানিয়েলের সঙ্গে তার সম্পর্কও বেশ ঘনিস্ট এখন। নিজেদের এই ঘনিস্ট সম্পর্কের কথা স্বীকার না করলেও ইতিমধ্যে তাদের বিভিন্ন স্পটে ডেটিং করতে দেখা গেছে। ধারনা করা হচ্ছে সাবেক স্বামী রায়নকে ভুলে গিয়ে ড্যানিয়েলের সঙ্গেই ভবিষ্যতে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন স্কারলেট। তবে নতুন এই সঙ্গীকে নিয়ে তিনি কতটা পথ পারি দিতে পারেন সেটা সময়ই বলে দেবে।
No comments