ফ্লোরিডার প্রাইমারিতে রমনির জয়
মানবজমিন ডেস্ক: ফ্লোরিডায় রিপাবলিকান দলের প্রাইমারিতে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আগামী নির্বাচনের প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী মিট রমনি। নির্বাচনী ফলাফল ঘোষণার পর দেখা যায়, রমনি ৪৭ শতাংশ ভোটে জয়লাভ করেছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউট গিংরিচ পেয়েছেন মাত্র ৩২ শতাংশ ভোট। তৃতীয় অবস্থানে থাকা রিক সান্তোরাম পেয়েছেন ১৩ শতাংশ ভোট ও চতুর্থ অবস্থানে থাকা রন পল পেয়েছেন ৭ শতাংশ ভোট। এর ফলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন রমনি। অনলাইন বিবিসি জানিয়েছে, ২০১২ সালের নির্বাচনী মওসুমে এটিই এ পর্যন্ত সবচেয়ে বড় নির্বাচন। জনপ্রিয়তার দৌড়ে বরাবরই গিংরিচের চেয়ে এগিয়ে রমনি। ভোটারদের এক জরিপে দেখা গেছে, মার্কিন অর্থনীতিতে পরিবর্তন আনার ইস্যুই ছিল তাদের কাছে মুখ্য। তারা আশা করছেন, রমনিই তাদের সেই প্রায় ডুবে যাওয়া তরীকে তীরে ভেড়াবেন। এদিকে নিউ হ্যাম্পশায়ারে জয়ের মুখ দেখলেও, দক্ষিণ ক্যারোলিনার প্রাইমারিতে জয় নিয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন নিউট গিংরিচ। একটু থমকে আবার জয়রথকে অনেকটা এগিয়ে নিলেন রমনি। তবে ফ্লোরিডায় এ পরাজয়ে হাল ছাড়বেন না গিংরিচ সাফ জানিয়ে দিয়েছেন।
No comments