হাসপাতালে আন্না হাজারে
ভারতে দুর্নীতিবিরোধী একটি শক্তিশালী লোকপাল বিলের দাবিতে আন্দোলনরত বর্ষীয়ান নেতা আন্না হাজারেকে (৭৪) বুকের সংক্রমণজনিত কারণে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। ব্রঙ্কাইটিসের লক্ষণ থাকলেও নিউমোনিয়ায় আক্রান্ত হননি তিনি। এমন অভয়বাণী শুনিয়েছেন চিকিৎসকরা। আজ আন্নার এক সহযোগীর বরাতে বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, চিকিৎসার পর এখন তিনি সুস্থ রয়েছেন এবং ভাল অনুভব করছেন। চিকিৎসকের পরামর্শে তাকে কমপক্ষে আরও ২ থেকে ৩ দিন হাসপাতালে থাকতে হবে। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পরও আন্নাকে আরও ১ সপ্তাহ বা ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ওই চিকিৎসক। আর তাই আপাতত কিছুদিনের জন্য আন্দোলনের সব কর্মসূচি স্থগিত রাখতে হচ্ছে এ নেতাকে।
No comments