আসিফের নিমন্ত্রণ
স্টাফ রিপোর্টার: পল্টনস্থ হোটেল ভিক্টোরিতে ১৬ই মার্চ ২০১০ সালে সাংবাদিকদের নিমন্ত্রণ জানিয়ে গান থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেন আসিফ আকবর। সবাইকে তাক লাগানো সেই নিমন্ত্রণে আসিফ দ্ব্যার্থহীন কণ্ঠেই জানান, গানের সংসারে তিনি আর থাকছেন না। এমনকি বিনোদন পাতাতেও নিজের সংবাদ কিংবা ছবি প্রকাশের অনিচ্ছা প্রকাশ করেন সেই সাংবাদিক নিমন্ত্রণে। মাঝখানে দুই বছর পার করে আবারও সাংবাদিকদের নিমন্ত্রণ জানিয়েছেন আসিফ। এবার আর হোটেলে নয়, আজ দুপুরে রাজারবাগস্থ নিজ অফিসে বিনোদন সাংবাদিকদের নিমন্ত্রণ জানিয়েছেন তিনি। উদ্দেশ্য, ফের গানে ফেরা এবং গান নিয়ে আগামীর পরিকল্পনা শেয়ার করা। আসিফ বলেন, আনুষ্ঠানিক-ভাবে বছর দুই আগে গান থেকে দূরে ছিলাম। মাঝখানে দুই বছরের বিস্তর অভিজ্ঞতা অর্জন করেছি। এবং নতুন করে সিদ্ধান্ত নিয়েছি গানে-স্টেজে ফেরার। সে লক্ষ্যে এরই মধ্যে বেশ কিছু পরিকল্পনাও নিয়েছি। কাজ শুরু করেছি নতুন এককের। কথা চলছে দেশ-বিদেশের বেশ কিছু স্টেজ শো’র। সব মিলিয়ে আমি আমার প্রত্যাবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে চাই বিনোদন সাংবাদিক বন্ধুদের সঙ্গে। কারণ দুই বছর আগে তাদের সঙ্গে আলাপ করেই গান থেকে সরে দাঁড়াই। আবার ফিরবো যখন, তখন তাদের সঙ্গে আলাপ করেই ফিরতে চাই। সে জন্যই আজ দুপুরে এ নিমন্ত্রণ।
No comments