বেঙ্গালুরু-রাজস্থানের জয়
বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারের দুঃখ এখনো তাড়িয়ে ফিরছে কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনেকে। আইপিএলের ম্যাচের জয়ের সাধ্য কি সেই দুঃখ মুছে ফেলে? তবে নতুন করে শুরু করার একটা সান্ত্বনা অবশ্যই খুঁজে নিতে পারতেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে। কিন্তু তা তো হলোই না, উল্টো সাত দিনের ব্যবধানে ভারতের মাটিতে আবারও হারের স্বাদ পেলেন তাঁরা।
আইপিএলের নবাগত দল কোচির অধিনায়কত্ব জয়াবর্ধনের কাঁধে। সাঙ্গাকারা ডেকান চার্জার্সের অধিনায়ক। কাল এই দুটি দলই হেরেছে। জয়াবর্ধনের কোচিকে ৬ উইকেটে হারিয়েছে ড্যানিয়েল ভেট্টোরির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর আগের ম্যাচে সাঙ্গাকারার ডেকান চার্জার্সকে ৮ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস।
ব্রেন্ডন ম্যাককালাম (৪৫) ও ভিভিএস লক্ষ্মণের (৩৬) ৮০ রানের উদ্বোধনী জুটির পরও আইপিএলের নতুন দল কোচি সংগ্রহ করে ৫ উইকেটে ১৬১ রান। জবাবে এবি ডি ভিলিয়ার্সের হাফ সেঞ্চুরিতে (৫ ছক্কা ১ চারে ৪০ বলে ৫৪*) চড়ে ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় বেঙ্গালুরু। ম্যাচ-সেরার পুরস্কার ডি ভিলিয়ার্সের হাতেই।
আগের ম্যাচে প্রথম দুই আসরের চ্যাম্পিয়নদের লড়াইয়েও রাজস্থান জিতেছে এক দক্ষিণ আফ্রিকানের কাঁধে চেপেই। ডেকানের ৮ উইকেটে ১৩৭ রানের পুঁজি তারা টপকে যায় (১৪১/২) ইয়োহান বোথার ৪৭ বলে ৬৭ রানের ইনিংসে চড়ে, ৭ বল হাতে রেখে। তবে বোথা নয়, ম্যাচ-সেরা হয়েছেন সিদ্ধার্থ ত্রিবেদী। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট—ডেকানকে ১৩৭ রানে বাঁধতে মুখ্য ভূমিকা তাঁর।
আইপিএলের নবাগত দল কোচির অধিনায়কত্ব জয়াবর্ধনের কাঁধে। সাঙ্গাকারা ডেকান চার্জার্সের অধিনায়ক। কাল এই দুটি দলই হেরেছে। জয়াবর্ধনের কোচিকে ৬ উইকেটে হারিয়েছে ড্যানিয়েল ভেট্টোরির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর আগের ম্যাচে সাঙ্গাকারার ডেকান চার্জার্সকে ৮ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস।
ব্রেন্ডন ম্যাককালাম (৪৫) ও ভিভিএস লক্ষ্মণের (৩৬) ৮০ রানের উদ্বোধনী জুটির পরও আইপিএলের নতুন দল কোচি সংগ্রহ করে ৫ উইকেটে ১৬১ রান। জবাবে এবি ডি ভিলিয়ার্সের হাফ সেঞ্চুরিতে (৫ ছক্কা ১ চারে ৪০ বলে ৫৪*) চড়ে ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় বেঙ্গালুরু। ম্যাচ-সেরার পুরস্কার ডি ভিলিয়ার্সের হাতেই।
আগের ম্যাচে প্রথম দুই আসরের চ্যাম্পিয়নদের লড়াইয়েও রাজস্থান জিতেছে এক দক্ষিণ আফ্রিকানের কাঁধে চেপেই। ডেকানের ৮ উইকেটে ১৩৭ রানের পুঁজি তারা টপকে যায় (১৪১/২) ইয়োহান বোথার ৪৭ বলে ৬৭ রানের ইনিংসে চড়ে, ৭ বল হাতে রেখে। তবে বোথা নয়, ম্যাচ-সেরা হয়েছেন সিদ্ধার্থ ত্রিবেদী। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট—ডেকানকে ১৩৭ রানে বাঁধতে মুখ্য ভূমিকা তাঁর।
No comments