আইসিসিকে আদালতে নিচ্ছে আয়ারল্যান্ড
আইসিসির বিরুদ্ধে মামলা করার চিন্তাভাবনা করছে ক্রিকেট আয়ারল্যান্ড। এ বিষয়ে আরও ৯৪টি নন-টেস্ট প্লেয়িং দেশের সঙ্গে কথা বলছে আইরিশ ক্রিকেট কর্তৃপক্ষ। ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট থেকে নন-টেস্ট প্লেয়িং দেশগুলোকে বাদ দেওয়ার আইসিসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতেই তাদের এই উদ্যোগ। আইরিশ সরকারও ক্রিকেট আয়ারল্যান্ডকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
মামলা করার বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে ক্রিকেট আয়ারল্যান্ড। আইসিসিকে কোনো রকম ছাড় দিতে নারাজ ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম। ডিউট্রম কাল বলেছেন, ‘আমাদের রাগ ও রোষটা সবে পড়ল এবং এখন ভাবছি কী করা যায়। আমরা গত কয়েকটা দিন অন্যান্য উদীয়মান ক্রিকেট দেশের সঙ্গে আলোচনা করেছি, যাতে ৯৫টি নন-টেস্ট প্লেয়িং দেশের মধ্যে মতৈক্য গড়ে উঠেছে। এখন আমরা সিদ্ধান্ত নেব আমরা কী করব।’
আয়ারল্যান্ড শুধু নিজেরা চ্যালেঞ্জ না করে ‘৯৫টি দেশের চ্যালেঞ্জ’ হিসেবে আইসিসির কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে। আইসিসির কাছে সব অনুনয়-বিনয়, যুক্তি-তর্ক অগ্রাহ্য হলেই কেবল দেশগুলো আন্তর্জাতিক ক্রীড়া আদালতের শরণাপন্ন হবে। ডিউট্রমের কথা, ‘আইনি পদক্ষেপ হচ্ছে আমাদের শেষ আশ্রয়। নিজেদের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আইনি লড়াইটা খুবই বেদনাদায়ক।’
গত দুটি বিশ্বকাপে পাকিস্তান ও ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখানো আয়ারল্যান্ড ওয়ানডে র্যাঙ্কিংয়ে আছে জিম্বাবুয়ের ওপরে। তবুও তাদের সুযোগ হচ্ছে না আগামী বিশ্বকাপে খেলার। আইরিশ সরকার এটিকে খেলোয়াড়ি চেতনার ওপর আঘাত বলে বর্ণনা করেছে।
মামলা করার বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে ক্রিকেট আয়ারল্যান্ড। আইসিসিকে কোনো রকম ছাড় দিতে নারাজ ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম। ডিউট্রম কাল বলেছেন, ‘আমাদের রাগ ও রোষটা সবে পড়ল এবং এখন ভাবছি কী করা যায়। আমরা গত কয়েকটা দিন অন্যান্য উদীয়মান ক্রিকেট দেশের সঙ্গে আলোচনা করেছি, যাতে ৯৫টি নন-টেস্ট প্লেয়িং দেশের মধ্যে মতৈক্য গড়ে উঠেছে। এখন আমরা সিদ্ধান্ত নেব আমরা কী করব।’
আয়ারল্যান্ড শুধু নিজেরা চ্যালেঞ্জ না করে ‘৯৫টি দেশের চ্যালেঞ্জ’ হিসেবে আইসিসির কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে। আইসিসির কাছে সব অনুনয়-বিনয়, যুক্তি-তর্ক অগ্রাহ্য হলেই কেবল দেশগুলো আন্তর্জাতিক ক্রীড়া আদালতের শরণাপন্ন হবে। ডিউট্রমের কথা, ‘আইনি পদক্ষেপ হচ্ছে আমাদের শেষ আশ্রয়। নিজেদের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আইনি লড়াইটা খুবই বেদনাদায়ক।’
গত দুটি বিশ্বকাপে পাকিস্তান ও ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখানো আয়ারল্যান্ড ওয়ানডে র্যাঙ্কিংয়ে আছে জিম্বাবুয়ের ওপরে। তবুও তাদের সুযোগ হচ্ছে না আগামী বিশ্বকাপে খেলার। আইরিশ সরকার এটিকে খেলোয়াড়ি চেতনার ওপর আঘাত বলে বর্ণনা করেছে।
No comments