বাহরাইনে আবার বিক্ষোভ
বাহরাইনের দিরাজ শহরে গতকাল শুক্রবার জুমার নামাজের পর কয়েক হাজার শিয়া সরকারবিরোধী বিক্ষোভ করেছেন। বিক্ষোভ ও সমাবেশ সরকার নিষিদ্ধ করার পরও তাঁরা এই বিক্ষোভ করেন।
এদিকে বাহরাইনে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর শক্তি প্রয়োগের ঘটনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে। তিনি তাঁর এই উদ্বেগের কথা টেলিফোনে বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফাকে জানিয়েছেন।
এদিকে বাহরাইনে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর শক্তি প্রয়োগের ঘটনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে। তিনি তাঁর এই উদ্বেগের কথা টেলিফোনে বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফাকে জানিয়েছেন।
No comments