কেটের পোশাক বিক্রি ৭৮ হাজার পাউন্ডে
সামান্য একটা পোশাক। এর পরও নিলামে বিক্রি হয়েছে ৭৮ হাজার পাউন্ডে। কিন্তু দেখতে হবে ওই পোশাক কে পরেছিলেন। স্বয়ং ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের বাগদত্তা কেট মিডলটন। ওই পোশাক পরে ক্যাটওয়াক করেছিলেন তিনি। সে-ও ২০০২ সালে। তখন তিনি সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। ওই বিশ্ববিদ্যায়ের এক দাতব্য ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন কেট।
বড়জোর ১০ মিনিট ওই পোশাক পরে ছিলেন কেট। গত বৃহস্পতিবার মধ্য লন্ডনে নিলামে ওই পোশাকই চড়া দামে কিনে নিলেন এক ব্যক্তি। ক্রেতা নিজের নাম শুধু নিক বলে উল্লেখ করেন। ওই পোশাক কিনে রীতিমতো গর্বিত ও ধন্য মনে করছেন।
বড়জোর ১০ মিনিট ওই পোশাক পরে ছিলেন কেট। গত বৃহস্পতিবার মধ্য লন্ডনে নিলামে ওই পোশাকই চড়া দামে কিনে নিলেন এক ব্যক্তি। ক্রেতা নিজের নাম শুধু নিক বলে উল্লেখ করেন। ওই পোশাক কিনে রীতিমতো গর্বিত ও ধন্য মনে করছেন।
No comments