ঢাকায় খেলবে পাকিস্তান-উইন্ডিজ, দ. আফ্রিকা-নিউজিল্যান্ড
গ্রুপ পর্বের টানা এক মাসের জমজমাট লড়াই শেষে চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপের পরবর্তী লড়াইয়ের ফিক্সচার। বাংলাদেশ ছাড়া স্বাগতিক দুই দল ভারত ও শ্রীলঙ্কা বেশ ভালোমতোই উতরে গেছে প্রথম রাউন্ডের বাধা। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে শীর্ষস্থান দখল করে ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে পাকিস্তান। ‘বি’ গ্রুপের অনেক জটিল হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে শীর্ষস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। দুই দিনের বিরতি শেষে বুধবারে আবার শুরু হবে নকআউট পর্বের লড়াই।
প্রথম কোয়ার্টার ফাইনালে ২৩ মার্চ ঢাকায় মুখোমুখি হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ২৪ মার্চ আহমেদাবাদে খেলবে টানা তিনবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ও ১৯৮৩ সালের শিরোপাজয়ী ভারত। সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে ২৫ মার্চ ঢাকায় লড়বে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। ২৬ মার্চ শেষ কোয়ার্টারে কলম্বোতে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। সব ম্যাচই অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোয়।
প্রথম কোয়ার্টার ফাইনালে ২৩ মার্চ ঢাকায় মুখোমুখি হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ২৪ মার্চ আহমেদাবাদে খেলবে টানা তিনবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ও ১৯৮৩ সালের শিরোপাজয়ী ভারত। সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে ২৫ মার্চ ঢাকায় লড়বে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। ২৬ মার্চ শেষ কোয়ার্টারে কলম্বোতে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। সব ম্যাচই অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোয়।
No comments