তেজস্ক্রিয়তা ক্যালিফোর্নিয়া উপকূলে পৌঁছে গেছে
জাপানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে পৌঁছে গেছে। তবে এর মাত্রা মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়। ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস গত শুক্রবার এ কথা জানিয়েছে।
পত্রিকাটি জানায়, বিশেষজ্ঞরা দেখতে পেয়েছেন, জাপানের তেজস্ক্রিয়তা প্রশান্ত মহাসাগর অতিক্রম করে এক সপ্তাহ ধরে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে। ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রেমান্টো উপকূলে তেজস্ক্রিয়তা শনাক্ত করা হয়েছে।
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাজার হাজার কিলোমিটার সাগরের ওপর দিয়ে বাতাসের সঙ্গে প্রবাহিত হয়ে যুক্তরাষ্ট্র উপকূলে যে তেজস্ক্রিয়তা পৌঁছাচ্ছে তার মাত্রা খুবই কম। এ মুহূর্তে মানুষের স্বাস্থ্যের ওপর তার কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না।
মার্কিন কর্মকর্তারাও স্যাক্রেমান্টো উপকূলে তেজস্ক্রিয়তা পৌঁছে যাওয়ার বিষয়টি গত শুক্রবার রাতে নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিকভাবে পরমাণু পরীক্ষা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে ভিয়েনাতে জাতিসংঘের সিটিবিটির আওতায় স্যাক্রেমান্টোতে তেজস্ক্রিয়তা শনাক্ত করা হয়েছে। জাপানের পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণের পর জাপানের বাইরে প্রথম তেজস্ক্রিয়তা শনাক্ত করা হয় রাশিয়ার কামচাটকা উপদ্বীপে।
জাপান থেকে তেজস্ক্রিয়তা মার্কিন উপকূলে পৌঁছাতে পারে, এই অশঙ্কায় ছিলেন মার্কিন নাগরিকেরা।
পত্রিকাটি জানায়, বিশেষজ্ঞরা দেখতে পেয়েছেন, জাপানের তেজস্ক্রিয়তা প্রশান্ত মহাসাগর অতিক্রম করে এক সপ্তাহ ধরে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে। ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রেমান্টো উপকূলে তেজস্ক্রিয়তা শনাক্ত করা হয়েছে।
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাজার হাজার কিলোমিটার সাগরের ওপর দিয়ে বাতাসের সঙ্গে প্রবাহিত হয়ে যুক্তরাষ্ট্র উপকূলে যে তেজস্ক্রিয়তা পৌঁছাচ্ছে তার মাত্রা খুবই কম। এ মুহূর্তে মানুষের স্বাস্থ্যের ওপর তার কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না।
মার্কিন কর্মকর্তারাও স্যাক্রেমান্টো উপকূলে তেজস্ক্রিয়তা পৌঁছে যাওয়ার বিষয়টি গত শুক্রবার রাতে নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিকভাবে পরমাণু পরীক্ষা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে ভিয়েনাতে জাতিসংঘের সিটিবিটির আওতায় স্যাক্রেমান্টোতে তেজস্ক্রিয়তা শনাক্ত করা হয়েছে। জাপানের পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণের পর জাপানের বাইরে প্রথম তেজস্ক্রিয়তা শনাক্ত করা হয় রাশিয়ার কামচাটকা উপদ্বীপে।
জাপান থেকে তেজস্ক্রিয়তা মার্কিন উপকূলে পৌঁছাতে পারে, এই অশঙ্কায় ছিলেন মার্কিন নাগরিকেরা।
No comments