গুয়াতেমালার সাবেক প্রেসিডেন্ট পোর্তিওর বিচার শুরু
অর্থ আত্মসাতের অভিযোগে গুয়াতেমালার সাবেক প্রেসিডেন্ট আলফনসো পোর্তিওর বিচার শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা তহবিলের মাধ্যমে দেড় কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ আছে।
পোর্তিওকে গত শুক্রবার গুয়াতেমালা সিটির ফৌজদারি বিচারক মোরেলিয়া রিওসের আদালতে হাজির করা হয়। একই অভিযোগে সাবেক প্রতিরক্ষামন্ত্রী এডুয়ার্ডো আরেভালো এবং সাবেক অর্থমন্ত্রী ম্যানুয়েল মাজাকে বিচারের মুখোমুখি করা হয়েছে।আইনজীবীরা জানিয়েছেন, পোর্তিও প্রায় দেড় কোটি মার্কিন ডলার সরকারি অর্থ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠান। এরপর তাঁর ঘনিষ্ঠ কর্মকর্তারা ওই অর্থ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন ব্যাংকে পোর্তিওর ব্যক্তিগত হিসেবে পাঠিয়ে দেন।
আইনজীবীরা আরও জানান, বিচারের জন্য প্রায় ৭০০ নথিপত্র আদালতে হাজির করা হয়েছে এবং ৩৬ জন সাক্ষীকে তলব করা হয়েছে।পোর্তিও ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত গুয়াতেমালার প্রেসিডেন্ট ছিলেন। এরপর দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি চেয়েও না পাওয়ায় ২০০৫ সালে তিনি দেশ ছেড়ে মেক্সিকো পালিয়ে যান। পরে ২০০৮ সালে তাঁকে গুয়াতেমালা কর্তৃপক্ষের হাতে তুলে দেয় মেক্সিকো।
বিচারের আইনগত প্রক্রিয়া নিয়ে পোর্তিওর আইনজীবী একের পর এক আপত্তি তোলায় বিচার বারবার পিছিয়ে গেছে।
পোর্তিওকে গত শুক্রবার গুয়াতেমালা সিটির ফৌজদারি বিচারক মোরেলিয়া রিওসের আদালতে হাজির করা হয়। একই অভিযোগে সাবেক প্রতিরক্ষামন্ত্রী এডুয়ার্ডো আরেভালো এবং সাবেক অর্থমন্ত্রী ম্যানুয়েল মাজাকে বিচারের মুখোমুখি করা হয়েছে।আইনজীবীরা জানিয়েছেন, পোর্তিও প্রায় দেড় কোটি মার্কিন ডলার সরকারি অর্থ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠান। এরপর তাঁর ঘনিষ্ঠ কর্মকর্তারা ওই অর্থ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন ব্যাংকে পোর্তিওর ব্যক্তিগত হিসেবে পাঠিয়ে দেন।
আইনজীবীরা আরও জানান, বিচারের জন্য প্রায় ৭০০ নথিপত্র আদালতে হাজির করা হয়েছে এবং ৩৬ জন সাক্ষীকে তলব করা হয়েছে।পোর্তিও ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত গুয়াতেমালার প্রেসিডেন্ট ছিলেন। এরপর দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি চেয়েও না পাওয়ায় ২০০৫ সালে তিনি দেশ ছেড়ে মেক্সিকো পালিয়ে যান। পরে ২০০৮ সালে তাঁকে গুয়াতেমালা কর্তৃপক্ষের হাতে তুলে দেয় মেক্সিকো।
বিচারের আইনগত প্রক্রিয়া নিয়ে পোর্তিওর আইনজীবী একের পর এক আপত্তি তোলায় বিচার বারবার পিছিয়ে গেছে।
No comments