দুঃখ প্রকাশ করলেন দুভালিয়ের
হাইতির সাবেক একনায়ক জ্যাঁ-ক্লদ দুভালিয়ের তাঁর অতীত কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তাঁর শাসনামলে নির্যাতিত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেছেন, তিনি জাতীয় ঐক্যের লক্ষ্যে কাজ করতে চান।
২৫ বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে আসার পর প্রকাশ্যে দেওয়া প্রথম বিবৃতিতে ‘বেবি ডক’ নামে পরিচিত দুভালিয়ের গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
মূলত ফরাসি ভাষায় কথা বলেন দুভালিয়ের। সংবাদ সম্মেলনে ফরাসি ও স্প্যানিশ ভাষা মিলিয়ে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ‘আমার শাসনামলে নিগৃহীত ব্যক্তিদের কাছে দুঃখ প্রকাশের এই সুযোগ কাজে লাগাতে চাই।’ ওই সময় হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করার কথা স্বীকার করেন সাবেক এই একনায়ক।
রাজধানী পোর্ট অ প্রিন্সের একটি বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ার সময় নীল রঙের স্যুট পরিহিত দুভালিয়েরকে বিমর্ষ লাগছিল।
অনেকে আশঙ্কা করছিলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনি দেশে ফিরে এসেছেন পুনরায় ক্ষমতা পাওয়ার আশায়। ২৫ বছর দেশ শাসনের পর ১৯৮৬ সালে ক্ষমতাচ্যুত হলে দুভালিয়েরের বিরুদ্ধে কোটি কোটি ডলার আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ আনা হয়।
২৫ বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে আসার পর প্রকাশ্যে দেওয়া প্রথম বিবৃতিতে ‘বেবি ডক’ নামে পরিচিত দুভালিয়ের গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
মূলত ফরাসি ভাষায় কথা বলেন দুভালিয়ের। সংবাদ সম্মেলনে ফরাসি ও স্প্যানিশ ভাষা মিলিয়ে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ‘আমার শাসনামলে নিগৃহীত ব্যক্তিদের কাছে দুঃখ প্রকাশের এই সুযোগ কাজে লাগাতে চাই।’ ওই সময় হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করার কথা স্বীকার করেন সাবেক এই একনায়ক।
রাজধানী পোর্ট অ প্রিন্সের একটি বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ার সময় নীল রঙের স্যুট পরিহিত দুভালিয়েরকে বিমর্ষ লাগছিল।
অনেকে আশঙ্কা করছিলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনি দেশে ফিরে এসেছেন পুনরায় ক্ষমতা পাওয়ার আশায়। ২৫ বছর দেশ শাসনের পর ১৯৮৬ সালে ক্ষমতাচ্যুত হলে দুভালিয়েরের বিরুদ্ধে কোটি কোটি ডলার আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ আনা হয়।
No comments