অস্ট্রেলিয়াকে পেয়ে বসেছে ইনজুরি
ঝঞ্ঝাবিক্ষুব্ধ কয়েকটা মাস শেষে অবশেষে একটু থিতু হতে পেরেছিলেন নাথান হরিজ। নির্বাচক-টিম ম্যানেজমেন্টের আস্থা ফিরে পাওয়াতেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন। কিন্তু এবার বাদ সাধল ভাগ্য। প্রত্যাবর্তন ম্যাচেই চোট পেয়ে ছিটকে গেলেন। গত পরশু দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কাঁধের হাড় নড়ে গেছে হরিজের। তাঁর জায়গায় ইংল্যান্ডের বিপক্ষে আজ ও আগামী ওয়ানডের দলে জায়গা পেয়েছেন জেভিয়ার ডোহার্টি। হরিজের দুর্ভাগ্য আরও লম্বা হলে সুপ্রসন্ন হবে ডোহার্টির ভাগ্য, ঢুকে যেতে পারেন বিশ্বকাপ দলেও!
পরশুর ম্যাচে চোট পেয়ে মাঠছাড়া আরেকজন—শন টেইট। তবে এই ফাস্ট বোলারের আঘাতটা তেমন গুরুতর নয়। আজই খেলার সম্ভাবনা আছে তাঁর, না হলে পরের ম্যাচটা নিশ্চিতভাবেই খেলবেন। তবে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা আরও বাড়িয়েছেন মিচেল জনসন। গলার সংক্রমণে আজ খেলতে পারছেন না বাঁহাতি পেসার। বিশ্বকাপ স্কোয়াডে না-থাকা পিটার সিডলকে তাই তাঁর বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। রিকি পন্টিং, মাইক হাসি নেই আগে থেকেই। চোট পেলেন হরিজ-টেইটও। সব মিলিয়ে প্রস্তুতি সিরিজটা একরকম অভিশাপই হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার জন্য।
পরশুর ম্যাচে চোট পেয়ে মাঠছাড়া আরেকজন—শন টেইট। তবে এই ফাস্ট বোলারের আঘাতটা তেমন গুরুতর নয়। আজই খেলার সম্ভাবনা আছে তাঁর, না হলে পরের ম্যাচটা নিশ্চিতভাবেই খেলবেন। তবে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা আরও বাড়িয়েছেন মিচেল জনসন। গলার সংক্রমণে আজ খেলতে পারছেন না বাঁহাতি পেসার। বিশ্বকাপ স্কোয়াডে না-থাকা পিটার সিডলকে তাই তাঁর বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। রিকি পন্টিং, মাইক হাসি নেই আগে থেকেই। চোট পেলেন হরিজ-টেইটও। সব মিলিয়ে প্রস্তুতি সিরিজটা একরকম অভিশাপই হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার জন্য।
No comments