ওবামার মুখোশধারী ডাকাতকে খুঁজছে অস্ট্রীয় পুলিশ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখোশ পরে ব্যাংক ডাকাতি করা এক বন্দুকধারীকে খুঁজছে অস্ট্রীয় পুলিশ। রাবারের মুখোশ পরিহিত ওই বন্দুকধারী গত বৃহস্পতিবার রাতে দেশটির আপার অস্ট্রিয়া প্রদেশের হ্যান্ডেনবার্গ শহরের রিভার ইন এলাকায় একটি ব্যাংকে ডাকাতি করে। পুলিশ জানিয়েছে, ওই ডাকাত স্থানীয় ভাষায় কথা বলছিল। এ নিয়ে সে ষষ্ঠবারের মতো ওই এলাকায় ডাকাতি করল।দিনের কার্যক্রম শেষ হওয়ার আগমুহূর্তে ওবামার মুখোশধারী ওই ব্যক্তি কালো রঙের ব্যাগ কাঁধে নিয়ে এবং একটি পিস্তল হাতে ব্যাংকে ঢোকে।আপার অস্ট্রিয়া পুলিশের মুখপাত্র মার্ক মিতলোহনার বলেন, স্থানীয় ভাষায় কথা বলা ওই ব্যক্তি ইন রিভার বা বেভারিয়া এলাকা থেকে আসতে পারে। অস্ট্রিয়ার সংবাদভিত্তিক ওয়েবসাইট ক্রোনে ডট এটি জানিয়েছে, মনে হচ্ছে, সে ১০ হাজার ইউরো ডাকাতি করেছে। এর আগে ২০০৯ সালের জুলাইয়ে সে মারিয়া স্কমলন এলাকায় সর্বোচ্চ ৪০ হাজার ইউরো ডাকাতি করে।
ব্যাংকের সিসিটিভির ফুটেজে দেখা যায়, মাথায় টুপি ও ওবামার মুখোশ পরে ওই ব্যক্তি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ব্যাংকের এক কর্মকর্তার দিকে পিস্তল তাক করছে।
ব্যাংকের সিসিটিভির ফুটেজে দেখা যায়, মাথায় টুপি ও ওবামার মুখোশ পরে ওই ব্যক্তি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ব্যাংকের এক কর্মকর্তার দিকে পিস্তল তাক করছে।
No comments