জনপ্রিয়তায় বুশ ওবামাকে ছাড়িয়ে গেছেন
ক্রমশ জনপ্রিয়তা ফিরে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বর্তমানে তাঁর জনপ্রিয়তা প্রেসিডেন্ট বারাক ওবামাকে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। গত সোমবার এই জরিপের ফল প্রকাশ করা হয়
জরিপের ফলাফলে দেখা গেছে, ইরাক যুদ্ধের কারণে ক্ষমতা ছাড়ার আগে যাঁর জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছিল, সেই জর্জ বুশ এখন আগের চেয়ে অনেক জনপ্রিয়। গ্যালাপ বলেছে, ২০০৮ সালে মাত্র ২৫ শতাংশ জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছেড়েছিলেন জর্জ বুশ। তবে বর্তমানে তাঁর জনপ্রিয়তা ৪৭ শতাংশে পৌঁছেছে। গ্যালাপ ওবামার আগে গত ৫০ বছরে দায়িত্ব পালনকারী নয়জন সাবেক প্রেসিডেন্টের জনপ্রিয়তা নিয়ে জরিপ চালায়। জরিপে জন এফ কেনেডি সবচেয়ে এগিয়ে আছেন। তাঁর জনপ্রিয়তার হার ৮৫ শতাংশ। ৭৪ শতাংশ জনপ্রিয়তা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রোনাল্ড রিগ্যান। জনপ্রিয়তার দিক দিয়ে বুশের অবস্থান অষ্টম। সাবেক প্রেসিডেন্টদের জনপ্রিয়তা নিয়ে পরিচালিত জরিপের বাইরে আলাদা একটি জরিপে দেখা গেছে, মার্কিন নাগরিকের কাছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বারাক ওবামার বর্তমান জনপ্রিয়তা রয়েছে ৪৬ শতাংশ। সেদিক থেকে তিনি বুশের চেয়ে পিছিয়ে আছেন।
জরিপের ফলাফলে দেখা গেছে, ইরাক যুদ্ধের কারণে ক্ষমতা ছাড়ার আগে যাঁর জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছিল, সেই জর্জ বুশ এখন আগের চেয়ে অনেক জনপ্রিয়। গ্যালাপ বলেছে, ২০০৮ সালে মাত্র ২৫ শতাংশ জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছেড়েছিলেন জর্জ বুশ। তবে বর্তমানে তাঁর জনপ্রিয়তা ৪৭ শতাংশে পৌঁছেছে। গ্যালাপ ওবামার আগে গত ৫০ বছরে দায়িত্ব পালনকারী নয়জন সাবেক প্রেসিডেন্টের জনপ্রিয়তা নিয়ে জরিপ চালায়। জরিপে জন এফ কেনেডি সবচেয়ে এগিয়ে আছেন। তাঁর জনপ্রিয়তার হার ৮৫ শতাংশ। ৭৪ শতাংশ জনপ্রিয়তা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রোনাল্ড রিগ্যান। জনপ্রিয়তার দিক দিয়ে বুশের অবস্থান অষ্টম। সাবেক প্রেসিডেন্টদের জনপ্রিয়তা নিয়ে পরিচালিত জরিপের বাইরে আলাদা একটি জরিপে দেখা গেছে, মার্কিন নাগরিকের কাছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বারাক ওবামার বর্তমান জনপ্রিয়তা রয়েছে ৪৬ শতাংশ। সেদিক থেকে তিনি বুশের চেয়ে পিছিয়ে আছেন।
No comments